দ্বিতীয় ত্রৈমাসিকে এক লাফে ৪০.৩ শতাংশ আয় কমল স্টেট ব্যাঙ্কের!

Nov 05, 2018, 20:13 PM IST
1/8

আয় কমল এসবিআইয়ের

SBIN_1

২০১৮-১৯ সালে দ্বিতীয় ত্রৈমাসিকে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার খতিয়ান প্রকাশ হল।

2/8

আয় কমল এসবিআইয়ের

SBIN_2

সেপ্টেম্বর-জুলাই মাসে স্টেট ব্যাঙ্কের আয় মোট হয়েছে ৯৪৪.৮৭ কোটি টাকা।

3/8

আয় কমল এসবিআইয়ের

SBIN_3

কিন্তু গত বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের থেকে আয় কমেছে ৪০.৩ শতাংশ। ১৫৮১.৫৫ কোটি টাকা আয় হয়েছিল এসবিআই ব্যাঙ্কের।

4/8

আয় কমল এসবিআইয়ের

SBIN_4

তবে, দ্বিতীয় ত্রৈমাসিক পর্যন্ত এসবিআইয়ের মোট আয় সামান্য বেড়েছে।

5/8

আয় কমল এসবিআইয়ের

SBIN_5

গত বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আয় ছিল ৬৫,৪২৯ কোটি টাকা।

6/8

আয় কমল এসবিআইয়ের

SBIN_6

এ বারে সেই অঙ্ক দাঁড়িয়েছে ৬৬,৬০৭ কোটি টাকায়।

7/8

আয় কমল এসবিআইয়ের

SBIN_7

অনুত্পাদক সম্পদের পরিমাণ কমেছে বলে জানা গিয়েছে। প্রথম ত্রৈমাসিকে ১০.২৯ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৯.৯৫ শতাংশে।

8/8

আয় কমল এসবিআইয়ের

SBIN_8

এ দিন স্টেট ব্যাঙ্কের রেজাল্ট বেরতেই এক লাফে শেয়ার দরও বাড়ে। ৫ শতাংশ বেড়ে ২৯৯ টাকায় পৌঁছয় স্টেট ব্যাঙ্ক।