SBI FD Interest Rate Hike: নতুন বছরের আগে বড়খবর, এফডিতে সুদের হার বাড়াল এসবিআই

Dec 27, 2023, 14:18 PM IST
1/6

স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড় খবর। নতুন বছরের আগে থেকেই ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এসবিআই। তবে এই হার ২ কোটি টাকার নীচের ডিপোজিটে। বুধবার থেকে এই নতুন হার চালু হচ্ছে। এমনটাই জানানো হয়েছে এসবিআইয়ের সাইটে।

2/6

৭ থেকে ৪৫ দিনের সময়সীমায় এফডিতে সুদের হার ছিল ৩ শতাংশ। এবার তা বেড়ে হল ৩.৫ শতাংশ। সিনিয়র সিটিজেনদের জন্য এই হার বেড়ে হল ৪ শতাংশ।

3/6

৪৬ দিন থেকে ১৭৯ দিনের সময়সীমায় এফডিতে সুদের হার ছিল ৪.৫০ শতাংশ। এবার তা বেড়ে হল ৪.৭৫ শতাংশ। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে তা হল ৫.২৫ শতাংশ।

4/6

২১১ দিন থেকে এক বছরের কম সময়সীমায় সুদের হার ছিল  ৫.৭৫ শতাংশ। এখন তা বেড়ে হল ৬.০০ শতাংশ। বয়স্কদের জন্য তা হল ৬.৫ শতাংশ।  

5/6

এক বছর থেকে ২ বছর সময়সীমার মধ্যে এফডিতে সুদের হার ছিল ৬.৮০ শতাংশ। এই হার অপরিবর্তীতই রইল। বয়স্কদের ক্ষেত্রে এই হার হল ৭.৩০ শতাংশ।

6/6

৩ বছর থেকে ৫ বছর সময়সীমার মধ্যে এফডিতে সুদের হার ছিল ৬.৫০ শতাংশ। এখন তা বেড়ে হল ৬.৭৫ শতাংশ। বয়স্কদের ক্ষেত্রে তা বেড়ে হল ৭.২৫ শতাংশ। ৫-১০ বছরের মধ্যে সুদের কোনও বদল হচ্ছে না।