ব্যাঙ্ক জালিয়াতদের হাত থেকে বাঁচতে গ্রাহকদের ৬টি বিষয়ে সতর্ক করল SBI
|
Apr 26, 2020, 16:55 PM IST
1/6
SBI-এর পরামর্শ
SBI গ্রাহকদের ইএমআই বা ডিবিটি বা তহবিলের সঙ্গে সম্পর্কিত যে কোনও লিঙ্কে OTP বা ব্যাঙ্কের বিশদ জানতে চাইলে ক্লিক না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
2/6
SBI-এর পরামর্শ
SMS, ই-মেইল, ফোন কল বা বিজ্ঞাপনের মাধ্যমে নগদ পুরষ্কার বা চাকরির সুযোগ দেওয়ার দাবি করে কোন লিঙ্ক পাঠালে তা ক্লিক করবেন না।
photos
TRENDING NOW
3/6
SBI-এর পরামর্শ
সময়ে সময়ে সমস্ত ব্যাঙ্ক সম্পর্কিত পাসওয়ার্ড পরিবর্তন করুন। প্রয়োজনে নিজস্ব গোপনীয়তা বজায় রেখে কোথাও লিখে রাখুন।
4/6
SBI-এর পরামর্শ
মনে রাখবেন যে SBI বা এর প্রতিনিধিরা কখনই ইমেল, SMS এর মাধ্যমে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য জানতে চায় না। পাসওয়ার্ড বা OTP-র জন্য কল করে না।
5/6
SBI-এর পরামর্শ
যোগাযোগের নম্বর এবং অন্যান্য তথ্যের জন্য সর্বদা কেবল SBIয়ের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন। ইন্টারনেট অনুসন্ধান ফলাফলগুলিতে উপলব্ধ কোনও ব্যাঙ্কের তথ্যের উপর নির্ভর করবেন না।
6/6
SBI-এর পরামর্শ
স্ক্যাম বা ভুয়ো সংক্রান্ত কোনও ফোন পেলে সেই সম্পর্কে স্থানীয় পুলিস প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানান এবং আপনার নিকটস্থ SBI শাখায় যোগাযোগ করুন।