বন্দুক হাতে দেশকে সোনা এনে দিলেন দুই টিনএজার

| Feb 27, 2019, 18:00 PM IST
1/5

শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন মানু ও সৌরভ

শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন মানু ও সৌরভ

একজনের বয়স ১৭, অন্যজনের ১৬। আর এই বয়সেই দুজন দেশকে বিশ্বকাপ থেকে সোনা এনে দিলেন। মানু ভাকের ও সৌরভ চৌধুরি শুটিং বিশ্বকাপের ১০মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন। 

2/5

শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন মানু ও সৌরভ

শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন মানু ও সৌরভ

রবিবার ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে বিশ্বরেকর্ড গড়ে সোনার পদক জিতেছিল সৌরভ।আর এদিন ফের নয়াদিল্লিতে আয়োজিত বিশ্বকাপের মিক্সড বিভাগে সোনা জয় তাঁর। 

3/5

শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন মানু ও সৌরভ

শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন মানু ও সৌরভ

মহিলাদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে পাঁচ নম্বরে শেষ করেছিল মানু ভাকের। এদিন অবশ্য সাফল্য ধরা দিয়েছে। সোনা জিতলেন তিনি।  

4/5

শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন মানু ও সৌরভ

শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন মানু ও সৌরভ

সিনিয়র পর্যায়ের কোনও টুর্নামেন্টে এবারই প্রথম অংশ নেন সৌরভ। আর প্রথমবারেই দুটি পদক জিতলেন দেশের জন্য। 

5/5

শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন মানু ও সৌরভ

শুটিং বিশ্বকাপে সোনা জিতলেন মানু ও সৌরভ

ফাইনালে পাঁচদলীয় লড়াইয়ে মানু ও সৌরভ দুজনে মিলে ৪৮৩.৪ স্কোর করেন।