'প্রতিদ্বন্দ্বী'র শুভ মহরতে রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস সহ অন্যান্যরা

Sep 19, 2020, 17:14 PM IST
1/8

সেপ্টেম্বরেই শুরু হচ্ছে পরিচালক সপ্তাশ্ব বসুর ছবি  'প্রতিদ্বন্দ্বী'র শ্যুটিং। বৃহস্পতিবার হয়ে গেল ছবির শুভ মহরৎ।  

2/8

 'প্রতিদ্বন্দ্বী' ছবির কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষকে।

3/8

যদিও ছবির শুভ মহরতে রুদ্রনীল উপস্থিত থাকলেও, আসতে পারেননি শাশ্বত চট্টোপাধ্যায়। তিনি এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন বলেই জানা যাচ্ছে।

4/8

ছবিতে ড: বক্সীর চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। অঙ্কের শিক্ষক সুকুমার সেনের ভূমিকায় দেখা যাবে রুদ্রনীল ঘোষকে। 

5/8

ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায় ছাড়াও রয়েছেন সায়নী ঘোষ, রিনি ঘোষ, মাহি কর, রাজদীপ সরকার ও নতুন মুখ শিরষা।

6/8

ছবির শুভ মহরতে সৌরভ দাস। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সৌরভ।

7/8

প্রতিদ্বন্দীর চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক ও তাঁর টিম। ছবির সংগীতের দায়িত্ব রয়েছেন 'সোয়েটার' খ্যাত সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য, সম্পদনায় পবিত্র জানা।

8/8

সম্প্রতি  প্রকাশ্যে এসেছিল 'প্রতিদ্বন্দ্বী'র ফার্স্ট লুক পোস্টার।