চাকরি গেল পাকিস্তানের অধিনায়কের, হাল ধরবেন দুই নতুন নেতা

Oct 18, 2019, 18:33 PM IST
1/5

সরফরাজের চাকরি গেল

সরফরাজের চাকরি গেল

চাকরি হারালেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। টেস্ট ও টি-২০ ফরম্যাট-এর অধিনায়কত্ব থেকে সরানো হল তাঁকে। জানিয়েছে পিসিবি।

2/5

সরফরাজের চাকরি গেল

সরফরাজের চাকরি গেল

টেস্টে এবার পাকিস্তানের অধিনায়ক আজহার আলি। টি-২০ ক্রিকেটে বাবর আজমকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। 

3/5

সরফরাজের চাকরি গেল

সরফরাজের চাকরি গেল

অক্টোবরের শেষে শ্রীলঙ্কা সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। যার জেরে সরফরাজকে অধিনায়কত্ব থেকে সরানো ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা।  

4/5

সরফরাজের চাকরি গেল

সরফরাজের চাকরি গেল

সরফরাজের নেতৃত্বে পাকিস্তান ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। তাও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে। ইমরান খানের পর তিনিই একমাত্র অধিনায়ক যাঁর নেতৃত্বে পাকিস্তান কোনও আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল।

5/5

সরফরাজের চাকরি গেল

সরফরাজের চাকরি গেল

মিসবা উল হক অবসর নেওয়ার পর বছর তিনেক আগে অধিনায়কত্বের দায়িত্ব পান সরফরাজ। পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সামনের বছর জুলাইয়ের আগে একদিনের দলের অধিনায়কের নামও ঘোষণা করা হবে।