নর্মদার তীরে দুনিয়ার উচ্চতম মূর্তি তৈরির কাজ শেষ, ৩১ অক্টোবর আবরণ উন্মোচন করবেন মোদী
Oct 12, 2018, 13:21 PM IST
1/5
S 5
নর্মদার তীরে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির তৈরির কাজ শেষ পর্যায়ে। চলেছে শেষ মূহুর্তের কাজ। ৩১ অক্টোবর প্যাটেলের জন্মদিনে ওই মূর্তির আবরণ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2/5
S 4
সর্দার সরোবর বাঁধের কাছে তৈরি এই মূর্তিকে বলা হচ্ছে স্ট্যাচু অব ইউনিটি।
photos
TRENDING NOW
3/5
S 3
মূর্তিটির অবরণ উন্মোচন করলে এটিই হবে দুনিয়ার সবচেয়ে উচ্চতম মূর্তি।
4/5
S 2
মূর্তিটির উচ্চতা ১৮২ মিটার। ২৫,০০০ টন ইস্পাত ও ৯০,০০০ টন সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে এই বল্লভভাই প্যাটেলর এই মূর্তি।
5/5
S 1
এলাকটিকে একটি পর্যটনস্থল হিসেবে গড়ে তুলতে এলাহি ব্যবস্থা করছে বিজায় রুপানি সরকার। উপজাতি অধ্যুসিত হওয়ার কারণে এলাকায় একটি উপজাতি মিউজিয়াম তৈরি করা হচ্ছে। তৈরি হবে বিশাল বাগান ও রাখা হবে বোটিংয়ের সুবিধা।