নতুন বছরে সৌভাগ্য কামনায় এদিন করুন গণেশ আরাধনা, জেনে নিন সময় ও পুজোর নিয়ম

Jan 04, 2023, 12:22 PM IST
1/6

সংকাষ্টি গণেশ চতুর্থী কী ও কেন?

Sankashti Chaturthi 2023 Ganesh Puja 1

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন বছরের শুরুতেই সংকাষ্টি গণেশ চতুর্থী। অমাভ্যাস্যান্ত ক্যালেন্ডার অনুযায়ী পৌষ মাসের আর পূর্ণিমান্ত ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাসের চন্দ্রকালের কৃষ্ণপক্ষের চতুর্থীতে পালিত হয় সংকাষ্টি গণেশ চতুর্থী। লম্বোদরের পুজো হয় সেদিন। মূলত জানুয়ারি মাসেই হয় এই পুজো। চলুন জেনে নেওয়া যাক, এই পুজোর দিন, সময় ও গুরুত্ব-

2/6

সংকাষ্টি গণেশ চতুর্থীর তিথি

Sankashti Chaturthi 2023 Ganesh Puja 2

নতুন বছরের ১০ জানুয়ারি সংকাষ্টি গণেশ চতুর্থী। তিথির সময় শুরু ১০ জানুয়ারি বেলা ১২টা বেজে ৯ মিনিট থেকে। তিথি শেষ পরদিন ১১ জানুয়ারি দুপুর ২টো বেজে ৩১ মিনিটে। 

3/6

সংকাষ্টি গণেশ চতুর্থীর পুজোর সময়

Sankashti Chaturthi 2023 Ganesh Puja 3

লম্বোদর সংকাষ্টি গণেশ চতুর্থীর চন্দ্রোদয়ের সময় ১০ জানুয়ারি রাত ৮টা বেজে ৪১ মিনিটে। তখনই পুজোর সময়। লম্বোদর মহা গণপতির আরাধনা হয় এদিন।

4/6

সংকাষ্টি গণেশ চতুর্থীর গুরুত্ব

Sankashti Chaturthi 2023 Ganesh Puja 4

পুরাণ অনুযায়ী, এই লম্বোদর সংকাষ্টি গণেশ চতুর্থীর কথা পাণ্ডব রাজা যুধিষ্ঠিরকে বলেছিলেন শ্রীকৃষ্ণ। ভগবান গণেশকে বলা হয় বিঘ্নহর্তা ও দুখহর্তা। তাই বাধা-বিপত্তি ও দুঃখ-কষ্টের হাত থেকে মুক্তি পেতে, সৌভাগ্যের কামনাতেই এই ব্রত পালন।  

5/6

ব্রত পালনে উপবাস

Sankashti Chaturthi 2023 Ganesh Puja 5

সংকাষ্টি গণেশ চতুর্থীর আরেক নাম সংকটহারা চতুর্থীও। ভক্তরা এদিন ব্রত পালনের জন্য দিনভর উপবাস করে থাকেন। সমস্ত বাধা-বিপত্তির অবসান ঘটাতে ভগবান গণেশের আশীর্বাদ কামনা করেন ভক্তরা।

6/6

শ্লোক, মন্ত্র ও গণেশ চলিশা পাঠ

Sankashti Chaturthi 2023 Ganesh Puja 6

দিনভর উপবাসের পর চন্দ্রোদয়ের সঙ্গে ভক্তরা শ্লোক, মন্ত্র ও গণেশ চলিশা পাঠের মাধ্যমে লম্বোদরের আরাধনা করে থাকেন।