স্যানিটাইজেশন, সিট অ্যারেঞ্জমেন্টে জোর; কোভিড বিধি মাথায় রেখে তুঙ্গে স্কুল খোলার প্রস্তুতি

Feb 03, 2021, 20:00 PM IST
1/6

স্কুল খুলছে। শুরু হয়েছে তার প্রস্তুতিও। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ধুলো-ময়লা তো জমেছেই। সঙ্গে মাথায় রাখতে হচ্ছে কোভিড বিধিও। তাই ঘোষণা মাত্রই তড়িঘড়ি স্কুল স্যানিটাইজেশনের কাজ শুরু করেদিল স্কুল কর্তৃপক্ষগুলি। কোভিড বিধি মাথায় রেখে স্কুল খোলার প্রস্তুতি তুঙ্গে।   

2/6

স্কুল স্যানিটাইজ করার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে যাতে দূরত্ব বিধি বজায় থাকে সেদিকে কড়া নজর দিচ্ছে স্কুল। আগের মতো একসঙ্গে প্রার্থনা করা কিংবা মাঠে খেলতে যাওয়া আপাতত বন্ধ। বসার ক্ষেত্রেও থাকছে নির্দিষ্ট দূরত্ব বিধি। শিক্ষা দফতর আপাতত বলে দেবে কীভাবে কোভিড প্রটোকল মানতে হবে। তবে স্কুলে কোনদিন কত স্টুডেন্ট আসবে তা স্কুল নিজের পরিকাঠামো মত স্থির করবে।   

3/6

উল্লেখ্য স্কুল খুললেও এখনই অনলাইন পড়াশোনা পুরোপুরি বন্ধ করছে না অনেক স্কুল। যেমন ফিউচার ফাউন্ডেশন স্কুলের প্রধান শিক্ষিকা সুচন্দ্রা লাহা বলেন 'অনেক মা বাবাই ভ্যাকসিন না দিয়ে বাচ্চাদের স্কুলে পাঠাতে চাইবেন না, তাই তাদের জন্য আগের মত অনলাইন এ পড়ানো চলবে। আবার যারা আসবে তাদের জন্য ক্লাসঘরে হবে পড়া। তবে সরকারি স্কুল শিক্ষক সমিতির সম্পাদক সৌগত বসুর মতে, 'সবার আগে প্র্যাকটিক্যালের ওপরে জোর দিতে হবে। কারণ হাতে কলমে কোনও ক্লাস ই ছাত্র ছাত্রীদের হয়নি।  

4/6

আজ ফের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির। কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে কথা।   

5/6

কোভিড বিধি মেনে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু সম্ভব কিনা, তানিয়েই আলোচনা হবে বৈঠকে। সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পার্থ চ্যাটার্জি।   

6/6

গতকাল তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী জানান, বারোই ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার ভাবনা রয়েছে রাজ্যের শিক্ষা দফতরের। অভিভাবকদের অনুমতি মিললে তবেই নাইন,টেন, ইলেভেন, টুয়েলভের ক্লাস শুরু হবে।