Durga Puja 2024: দুর্গার ত্রিশূলে বিদ্ধ অসুর-রূপী সন্দীপ! বির্তকে প্রতিমা...

অসুরের মুখে সন্দীপ আদল। অস্বীকার উদ্যোক্তা থেকে প্রতিমা শিল্পীর।

Oct 09, 2024, 14:05 PM IST
1/6

সোমা মাইতি: অসুরের মুখে সন্দীপ আদল। অস্বীকার উদ্যোক্তা থেকে প্রতিমা শিল্পীর।

2/6

অসুর বিতর্কে বহরমপুরে স্বর্গধাম সেবক  সঙ্ঘ  পুজো কমিটি।  

3/6

নেটিজেনদের দাবি, অসুরের মুখ নাকি আরজি করে দুর্নীতির অভিযোগে সিবিআই’এর হাতে ধৃত সন্দীপ ঘোষের সঙ্গে। 

4/6

অসুরের মুখে সন্দীপ ঘোষের মুখের আদল দেখছেন দর্শনার্থীরাও।   

5/6

একুশ বছর ধরে এই পুজো কমিটির প্রতিমা গড়েছেন অসীম পাল। এই বছরও মূর্তি গড়েছেন তিনি। শিল্পী অসীম পালের দাবি, সন্দীপ ঘোষের সঙ্গে অসুরের মুখের মিল কাকতালীয় ব্যাপার। সন্দীপ ঘোষের মুখের আদলে অসুরের মুখ তৈরির কোনও পরিকল্পনা ছিল না। বিতর্কের মাঝেই মণ্ডপে ভিড় বাড়ছে দর্শনার্থীদেরও।

6/6

পুরাণ থেকে জানা গিয়েছিল, দেবী দুর্গার সঙ্গে লড়াইয়ে অসুর হেরে যায়। তারপর অসুরকে নাকি দেবী দুর্গা বরদান দিয়েছিল যে, মর্তে যতদিন দেবী পূজিত হবেন, ততদিন অসুরকেও পুজো করা হবে। এক্ষেত্রে বলা যেতেই পারে যে, অসুর হলেন দেব। এই প্রসঙ্গ উঠে আসার একটাই কারণ যে, অসুরের মুখে সন্দীপ ঘোষের মুখের আদলের যে মূর্তিটি পূজিত হতে চলেছে। এটা কি ঠিক? কোথাও গিয়ে এটি দুর্গাপুজোকে কলুষিত করা হচ্ছে না তো?