সম্প্রতি অঙ্কিতার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি খোলা চিঠি লিখেছেন, তাঁদের বন্ধু সন্দীপ সিং।
photos
TRENDING NOW
3/12
সন্দীপ লিখেছেন, ''প্রিয় অঙ্কিতা, এই মুহূর্তে একটা চিন্তাই আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। যদি আমরা ওকে আটকাতাম, ভিক্ষা চাইতাম।''
4/12
সন্দীপ লিখেছেন, ''সুশান্তের সঙ্গে তোমার বিচ্ছেদ হয়ে গেলেও তুমি শুধুই ওকে ভালোবেসে গিয়েছে, ওর সাফল্য চেয়েছো, ভালো চেয়েছো। ও সবসময়ই তোমর কাছে বিশেষকিছু ছিল। তোমর ভালোবাসায় কোনও খাদ ছিল না। ''
5/12
সন্দীপ লিখেছেন, ''এখনও তোমার ফ্ল্যাটের নেমপ্লেটে ওর নাম তুমি রেখে দিয়েছো। ''
6/12
সন্দীপের কথায়, ''ওই দিনগুলি খুব মনে পড়ছে, যখন আমরা লোখান্ডওয়ালাতে থাকতাম, ওই দিনগুলির কথা ভেবে চোখে জল আসছে। ''
7/12
'' ওই দিন গুলিতে আমরা একসঙ্গে রান্না করেছি, খেয়েছি, লোনাওয়ালা কিংবা গোয়াতে লং ড্রাইভে গিয়েছি। একসঙ্গে হলি খেলেছি, কত হাসি ঠাট্টা করেছি। আমরা একে অপরের পাশে ছিলাম।''
8/12
''সুশান্তের মুখে হাসি ফোটানোর জন্য তুমি সবকিছু করেছো, তোমরা শুধুই একে অপরের জন্য় তৈরি হয়েছিলে। তোমদের দুজনের ভালোবাসাই সত্যি। কীকরে ওই দিনগুলো ফিরিয়ে আনবো।''
9/12
''মালপোয়া খাওয়ার কথা মনে আছে? ও শিশুর মতো আমার মাকে বলেছিল, মটনকারি খেতে চায়। ''
10/12
আমি জানি, ''একমাত্র তুমিই সুশান্তকে বাঁচাতে পারতে। তোমাদের বিয়ে দেখার স্বপ্ন দেখতাম। ও যদি তোমায় নিজের কাছে রাখতো, তাহলে তুমিই ওকে বাঁচাতে। ''
11/12
সন্দীপ আরও লিখেছেন, ''তুমি সুশান্তের জন্য শুধু প্রেমিকা নও, ওর স্ত্রী, মা, বন্ধু, সবকিছুই ছিলে। '' তোমার জন্য ভালোবাসা রইল অঙ্কিতা, আমি তোমার মত বন্ধুকে কখনওই হারাতে চাইব না।
12/12
সম্প্রতি সুশান্তের মনোবিদ জানিয়েছেন, ''অঙ্কিতাকে ছেড়ে আসাটা তাঁর জীবনের মস্ত বড় ভুল একথা বুঝেছিলেন সুশান্ত, তিনি তাঁর কাছে একথা স্বীকারও করেছিলেন। অনুশোচনায় কষ্ট পাচ্ছিলেন তিনি। ''