বেঙ্গালুরুতে বিশ্বের বৃহত্তম শোরুম তৈরি করল স্যামসাং

Sep 11, 2018, 20:02 PM IST
1/7

বৃহত্তম শোরুম:

Samsung_1

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোনের বাজার ভারত। নোকিয়ার পর স্যামসাং একটা সময় পর্যন্ত একচেটিয়া ব্যবসা করলেও এখন তাদের বাজার অনেকটাই মন্দা। সেই বাজার দখল করেছে চিনা সংস্থা শাওমি।

2/7

বৃহত্তম শোরুম:

Samsung_2

এই মন্দা বাজারেও বেঙ্গালুরুতে বিশ্বের সবচেয়ে বড় শোরুম তৈরি করল স্যামসাং সংস্থা।

3/7

বৃহত্তম শোরুম:

Samsung_3

দক্ষিণ কোরিয়ার এই সংস্থা বেঙ্গালুরুতে প্রায় ৩৩ হাজার বর্গ ফুট জুড়ে তৈরি করেছে শোরুমটি। এখান থেকেই ভারতে স্যামসাং মোবাইল লঞ্চ করবে সংস্থা।

4/7

বৃহত্তম শোরুম:

Samsung_4

দুই মাস আগেই ভারতেই বিশ্বের সবচেয়ে বৃহত্তম স্মার্টফোন তৈরির কারখানা স্থাপন করে স্যামসাং।

5/7

বৃহত্তম শোরুম:

Samsung_5

কী কী থাকছে এই শোরুমে? জানা যাচ্ছে, নতুন মডেল, টুলস এবং সার্ভিস- সবই মিলবে এই স্টোর থেকে।

6/7

বৃহত্তম শোরুম:

Samsung_6

ভারতে স্যামসাংয়ের ২১০০টি শোরুম রয়েছে।

7/7

বৃহত্তম শোরুম:

Samsung_7

ভবিষ্যতে উদ্যোগপতি এবং শিল্পদ্যোগীদের বৈঠকের কেন্দ্র তৈরি হবে এই শোরুম।