রেডমি-কে কড়া টক্কর দিতে বাজারে আসছে স্যামসংয়ের এম সিরিজ। মধ্যবিত্তের সাধ ও সাধ্যের বাজার একসময় শাসন করত স্যামসং। কিন্তু সেই বাজার ক্রমেই দখলে চলে গিয়েছে রিয়েলমি, রেডমি ও অনারের মতো চিনা মোবাইল উত্পাদনকারী সংস্থার।
2/9
সোমবার অবমুক্ত হচ্ছে স্যামসংয়ের এম সিরিজ। গতমাসেই স্যামসাং জানিয়েছিল, ২৮ জানুয়ারি ভারতের উন্মোচিত হবে স্যামসংয়ের নতুন সিরিজের ফোন।
photos
TRENDING NOW
3/9
৫ ফেব্রুয়ারি অ্যামজন ও স্যামসংয়ের নিজস্ব সাইটে শুরু হবে বিক্রি। বলে রাখি, ভারতীয় বাজারেই প্রথম আসছে এম সিরিজ। পরে অন্যদেশগুলিতে ফোনটি বিক্রি করবে সংস্থা।
4/9
রেডমি, রিয়েলমি-র সঙ্গে টক্কর দিতে Galaxy M10-এর দাম সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করেছে স্যামসং। ২জিবি/১৬ জিবি-র দাম হতে চলেছে ৭,৯৯০ টাকা। ৩জিবি/৩২জিবি-র দাম ৮,৯৯০। ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা, ফিংগার প্রিন্ট সেন্সর রয়েছে বলে খবর।
তবে ফোনের ডিসপ্লেই এগিয়ে রাখছে এম সিরিজকে। মাত্র ৮,০০০ টাকার বাজেটেই ক্রেতারা পাবেন ডিউ ড্রপ ডিসপ্লে।
7/9
গ্যালাক্সি এম ১০ প্রতিযোগিতায় ফেলছে অনার নাইন এন, রিয়েল মি ২, রেডমি ৬-কে।
8/9
গ্যালাক্সি এম ২০ প্রতিযোগিতার মুখে ফেলবে রেডমি সিক্স প্রো, রেডমি নোট সিক্স প্রো, রিয়েল মি ইউ ওয়ান, অনার ১০ লাইটের মতো ফোনগুলিকে।
9/9
স্যামসং ইন্ডিয়ার গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট অসীম ওয়ারসি জানিয়েছেন, শুধুমাত্র ভারতীয় বাজারকে মাথায় রেখে তৈরি হয়েছে এম সিরিজ। দারুণ ডিসপ্লে, দীর্ঘ ব্যাটারির ফোন পাবেন ক্রেতারা। এক কথায়, অসাধারণ একটা ফোন।