Salman Khan: অবশেষে প্রকাশ্যে সলমানের রহস্যময়ী, ‘ভালোবাসা’র সঙ্গে পরিচয় করালেন সুপারস্টার

Salman Khan: সলমান খানের প্রেম, প্রেমিকা, বিয়ে নিয়ে জল্পনা বা খবরের শেষ নেই। কখনও তাঁর নাম জড়ায় নায়িকাদের সঙ্গে, কখনও জড়ায় প্রাক্তনের সঙ্গে। তবে এরই মাঝে এক রহস্যময়ীর সঙ্গে সলমানের ছবি দেখে জল্পনা তুঙ্গে। সোমবার প্রকাশ্যে এলেন সেই রহস্যময়ী।

| Oct 09, 2023, 15:25 PM IST
1/6

কে এই রহস্যময়ী?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার রহস্যময়ীকে জড়িয়ে সলমান লিখেছিলেন, ‘আগামীকাল আমার হৃদয়ের একটা ছোট্ট অংশ শেয়ার করতে চলেছি’। ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘আমি সবসময় তোমার পিছনে থাকব’।  

2/6

কে এই রহস্যময়ী?

সোমবার প্রকাশ্যে এলেন তিনি। ছবিতে সলমানের সঙ্গে দেখা যায় আলিজেহ অগ্নিহোত্রীকে।  

3/6

কে এই রহস্যময়ী?

একটি ছবিতে সলমান ও আলিজেহ দুজনেই পরেছেন ডেনিমের প্যান্ট শার্ট। ছবির উপর লেখা, ‘আমার ভালোবাসাকে হ্যালো বলুন’।  

4/6

কে এই রহস্যময়ী?

অন্য একটি ছবিতে কালো উইন্টার জ্যাকেট পরেছেন দুজনেই। সেই ছবিতে লেখা, ‘ভালোবাসার জন্য ডিজাইন করা’। ছবির ক্যাপশনে লেখা, ‘আমাদের জিনে ভালোবাসা ও কেয়ার। আমরা আমাদেরই মতো।’  

5/6

কে এই রহস্যময়ী?

আলিজেহর হাত ধরেই সলমান তাঁর ব্র্যান্ড বিং হিউম্যানের উইমেন কালেকশন লঞ্চ করলেন।  

6/6

কে এই রহস্যময়ী?

আলিজেহ হলেন সলমানের বোন অলভিরা অগ্নিহোত্রী ও অতুল অগ্নিহোত্রীর মেয়ে অর্থাৎ সলমান খানের ভাগ্নি। ফারে ছবির হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন আলিজেহ।