1/6
2/6
photos
TRENDING NOW
3/6
সইফের মন্তব্যে ঘিরে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা রাম কদম। তিনি লেখেন, ''সাইফ আলি খান তাঁর আসন্ন ছবি আদিপুরুষ নিয়ে যে কথা বলেছেন তা আমায় অবাক করে দিয়েছে। ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করছেন সইফ। তিনি বলেছেন, রাবণের সীতামাকে অপহরণের বিষয়টি ছবিতে ন্যায়সঙ্গত দেখানো হবে। রাবণের মানবিক দিক দেখানো হবে। তাহলে কি শ্রী রামের বিরুদ্ধে তাঁর যুদ্ধ ন্যায্য হবে।'' পাশাপাশি টুইটে আদি পুরুষের পরিচালক ওম রাউতের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সাফ জানিয়েছেন এধরনের বিষয় বরদাস্ত করা হবে না।
4/6
অবশেষে ক্ষমা চেয়ে নিলেন সইফ আলি খান। একটি বিবৃতিতে সইফ লেখেন, ''শুনলাম, সাক্ষাৎকারে আমার একটা মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আমার কথা মানুষের ভাবাবেগেও আঘাত করেছে। আমি কখনওই এমনটা করতে চাইনি। এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি এবং নিজের মন্তব্য ফিরিয়ে নিচ্ছি। রাম সর্বদাই আমার আছে একজন আদর্শ পুরুষ। আর আদিপুরুষে খারাপের বিরুদ্ধে শুভশক্তির জয়কেই তুলে ধরা হবে। গোটা টিম কোনও বিকৃতি ছাড়াই মহাকাব্য উপস্থাপনের জন্য একসঙ্গে কাজ করছে''। ফাইল ছবি
5/6
6/6
photos