Schools Reopening: অতিমারি আবহে খুলছে স্কুল-কলেজ, কীভাবে প্রস্তুত হবেন পড়ুয়া-অভিভাবকরা?
জানুন চিকিৎসকদের পরামর্শ
খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। কোভিড বিধি মেনে চলতে হবে পড়ুয়াদের। স্কুলগুলির তরফে কী ব্যবস্থা নেওয়া দরকার?
1/7
Covid থেকে কীভাবে চূড়ান্ত সতর্ক থাকবেন?
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘদিনের বিরতির পর অবশেষে রাজ্যে খুলছে (Schools Reopening) স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কোভিড বিধি (Covid19) মেনে ১৬ নভেম্বর থেকেই ব্যাগ কাঁধে ছুটতে দেখা যাবে পড়ুয়াদের। তবে এরই মধ্যে করোনাকে (Coronavirus) ভুললে চলবে না। পড়ুয়ারা তো বটেই, সঙ্গে অভিভাবকদেরও মাথায় রাখতে হবে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়। স্কুলের তরফেও বেশকিছু ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। করোনার বিরুদ্ধে কীভাবে চূড়ান্ত সতর্ক থাকবেন? স্কুল শুরুর আগে কীভাবে প্রস্তুতি নেবেন? জানাচ্ছেন চিকিৎসকেরা।
2/7
মাস্ক পরতে হবে
photos
TRENDING NOW
3/7
খোলা জায়গায় মিড-ডে-মিল
4/7
একসঙ্গে ক্লাসে গাদাগাদি নয়
5/7
স্কুলবাসেও করোনা বিধিতে জোর
স্কুল বাসে প্রত্যেককে আলাদা সিটে বসতে হবে। তবে চিকিৎসকদের মতে, জমায়েত এড়াতে সাইকেল-বাইক বা হেঁটে স্কুল যাওয়াই ভালো। স্কুলের লকার ব্যবহার না করাই ভালো। স্কুলে ঢোকার আগে পড়ুয়া, শিক্ষক ও স্টাফদের স্ক্রিন টেস্ট বাধ্যতামূলক। প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একবার স্ক্রিন টেস্ট ও র্যাপিড রেজাল্টের ব্যবস্থা রাখতে হবে। উপসর্গ দেখা দিলে ডায়গনাস্টিক টেস্ট করা বাধ্যতামূলক।
6/7
নিয়মিত শরীরের তাপমাত্রা চেক করতে হবে
7/7
আউটডোর অ্যাক্টিভিটিতে জোর
photos