Kolkata Road Closed: আগামী ৬০ দিন বন্ধ থাকছে ই এম বাইপাসে নোনাডাঙ্গা পাম্পিং স্টেশন সংলগ্ন রাস্তা, জেনে নিন কেন

Sep 05, 2023, 15:46 PM IST
1/6

পুরোদমে শুরু হয়ে গেল কবি সুভাষ থেকে বিমানবন্দর অরেঞ্জ মেট্রো লাইনের বাইপাসের একটা মূল অংশের কাজ। নিচে প্রায় ৩০ ফুট চওড়া নিকাশি খাল। ওপরে বাইপাসের দুদিকের লেনেই কালভার্ট। দুটি কালভার্ট এর মাঝের অংশে প্রথমে দুদিকের লেনের মধ্যে বসানো হচ্ছে লোহার বিম। এর ওপর ঢালাই হবে। তার ওপর বসবে পিলার। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

2/6

পিলারের ওপর বসবে ৭৬ মিটার ইস্পাতের গার্ডার। সেই গার্ডার এর ওপর তৈরি হবে মেট্রো পথ। বেশ কঠিন ও চ্যালেঞ্জিং কাজ। সময় লাগবে ২ মাস। অর্থাৎ আজ থেকে ৬০ দিনের জন্য এই অংশে বাইপাসের উত্তরমুখী লেন সম্পূর্ন বন্ধ থাকবে। অর্থাত্ ই এম বাইপাসের নোনাডাঙ্গা ড্রেনেজ পাম্পিং স্টেশন লাগোয়া ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের সামনের উত্তরমুখী রাস্তা বন্ধ থাকছে দুমাস। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

3/6

কলকাতা ট্রাফিক পুলিসের ছাড়পত্র মেলার পর আজ থেকেই পুরোদমে কাজ শুরু করেছে রেল বিকাশ নিগম লিমিটেড। এই কাজ শেষ হলে পরবর্তী ১ থেকে দেড় বছরের মধ্যে কবি সুভাষের সঙ্গে চিংড়িহাটা মেট্রো স্টেশন জুড়ে ফেলা যাবে। ফলে সেক্টর ফাইভে কর্মরত বিপুল সংখ্যক যাত্রী নিউ গড়িয়া থেকে ঝড়ের বেগে কর্মক্ষেত্রে পৌঁছে যাবেন।  এমনটাই জানিয়েছে মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

4/6

এর পাশাপাশি সিপিআরও আরও জানিয়েছেন,  ২০২৬ সালের পুজোর আগেই কলকাতা মেট্রো তাদের সবকটি শাখা বা যাত্রাপথে নতুন রেক আনছে। রেল মন্ত্রক ইতিমধ্যেই ৮৫ টি নতুন রেক কেনার জন্য ৬০০০ কোটি টাকা মঞ্জুর করেছে। সেক্ষেত্রে দেশের প্রাচীনতম মেট্রোর যাত্রীরা বিমানবন্দর বা হাওড়া শিয়ালদার মতো গুরুত্বপূর্ণ স্টেশনে যাতায়াতের ক্ষেত্রে লাগেজ রাখার জন্য মেট্রো কামরায় অনেক বেশি জায়গা পাবেন। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

5/6

নতুন এই রেকগুলি কার্যত ওয়ার্ক অফ আর্ট। কামরার হাতল বিশ্বমানের। স্ট্যান্ডিং সিট অর্থাৎ আসনের নিচে লাগেজ রাখার মতো অত্যাধুনিক ব্যবস্থা। টক টু ড্রাইভার ফেসিলিটি, সিসিটিভি ক্যামেরা সার্ভিলেন্স। সমস্ত আধুনিক ব্যবস্থা থাকছে খাঁটি ভারতীয় আইসিএফ চেন্নাইতে তৈরি এই কামরায়। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

6/6

আপাতত কলকাতা মেট্রো রেলের হাতে ৪৬ টি রেক আছে। এর মধ্যে ৩২ টি ব্রড গেজ ও ১৪ টি মিটার গেজ। নতুন রেক গুলি এর সঙ্গে যুক্ত হলে মেট্রোর হাতে মোট রেকের সংখ্যা দাঁড়াবে ১৩১ টি। এরমধ্যে ব্রড গেজ রেক ১৩১ টি। স্ট্যান্ডার্ড বা মিটার গেজ রেক ১৭ টি। ফলে নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, জোকা এসপ্ল্য়ানেড-সহ নির্মীয়মান অরেঞ্জ লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে বিমানবন্দর। সবকটি শাখায় পর্যাপ্ত সংখ্যক ট্রেন পরিষেবা দিতে পারবে মেট্রো। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল