নদীগর্ভে ৫০টি বাড়ি, মালদার মানচিত্র থেকে মুছে গেল বিস্তীর্ণ এলাকা

Aug 31, 2020, 17:50 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: সোমবার সকাল সাড়ে ৮টা।  মালদার মানচিত্র থেকে মুছে গেল বৈষ্ণবনগর থানার অন্তর্গত কালিয়াচকের  বীরনগর ১নং গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা।

2/5

বৃষ্টি থামতেই গঙ্গার  জলস্তর কমতে শুরু করে। সেইসঙ্গে শুরু হয় ভাঙন। সেই ভাঙনের ভয়াবহতা এতটাই  যে কয়েক ঘন্টার মধ্যেই দুর্গারামটোলা, চিনাবাজার,সরকারটোলায় ১০০ বিঘা কৃষিজমি নদীগর্ভে চলে গিয়েছে।

3/5

শুধুমাত্র  চিনাবাজার এলাকায়  ৫০টির উপর  বাড়ি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। ভাঙনের এই ভয়াবহতায় আতঙ্ক  বীরনগর ১নং গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী এলাকাতেও।  গঙ্গার রুদ্রমূর্তি দেখে  আতঙ্কে শেষ সম্বল টুকু নিয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন গ্রামবাসীরা।

4/5

 এখনও পর্যন্ত প্রায় ৩ হাজার পরিবার ভিটেমাটি হারিয়ে ঠাঁই নিয়েছে খোলা আকাশের নীচে। সেচ দফতর এবং প্রশাসনের আধিকারিকরা এলাকা পরিদর্শন করে গেছেন।

5/5

কিন্তু গ্রামবাসীদের অভিযোগ আধিকারিকরা আসে-যায়। কিন্তু তাঁরা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই আছেন।