Ritabhari Chakraborty | Salman Khan: সলমান-ইমরানের সঙ্গে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে ঋতাভরী…

Baba Siddiqui's Iftaar party: বরাবরই রমজান মাসে বলিউডের সবাইকে এক ছাদের তলায় নিয়ে আসেন রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকী। তাঁর জনপ্রিয় পার্টিতে নানা সময় ঘটেছে নানা ঘটনা। শাহরুখ সলমানের মধ্যেকার ঝামেলাও মিটেছিল এই পার্টিতেই। এবছর বলিউডের অনেক তারকাকেই দেখা গেল এই পার্টিতে। তবে নজর কাড়লেন বাঙালি কন্যে ঋতাভরী চক্রবর্তী।

| Apr 17, 2023, 17:22 PM IST
1/9

ইফতার পার্টি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার সকালেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন কোনও এক কাজে মুম্বই পাড়ি দিয়েছেন অভিনেত্রী।  

2/9

ইফতার পার্টি

রাতে পরিষ্কার হল চিত্র। বাবা সিদ্দিকীর জনপ্রিয় ইফতার পার্টিতে দেখা গেল তাঁকে।  

3/9

ইফতার পার্টি

এই প্রথম নয়, এর আগেও এই জনপ্রিয় ইফতার পার্টিতে বলিউডের তারকাদের মাঝে দেখা গেছে তাঁকে।  

4/9

ইফতার পার্টি

এদিন ঋতাভরীর পরনে ছিল কালো রঙের শাড়ি। সঙ্গে ঝোলা দুল ও কপালে ছোট্ট টিপ।  

5/9

ইফতার পার্টি

পার্টিতে বরাবরের মতো হাজির ছিলেন সলমান খান। কালো পাঠান স্যুটে সলমানকে দেখে কেউ চেঁচালেন ভাই, কেউ আবার ডাকলেন জান।  

6/9

ইফতার পার্টি

সলমানের সঙ্গে আগামী ছবিতে দেখা যাবে পূজা হেগড়েকে। তিনিও ছিলেন পার্টিতে, শেহনাজও এসেছিলেন।  

7/9

ইফতার পার্টি

এদিন সাদা শেরওয়ানিতে নজর কাড়লেন ইমরান হাশমিও।  

8/9

ইফতার পার্টি

ইফতার পার্টিতে গেলে আর ডায়েট করা যায়! তাই ঋতাভরীর প্লেটেও দেখা গেল বিরিয়ানি। তিনি খেয়েছেন তা বন্ধু আর্শিয়া সিদ্দিকীকে প্রমাণ করতেই ছবি রেখেছেন ঋতাভরী।

9/9

ইফতার পার্টি

তবে এর মধ্যে সবচেয়ে যে ছবি নজর কেড়েছে, তা হল প্রীতি জিন্টার সঙ্গে ঋতাভরীর একটি ছবি। যা নায়িকা নিজেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।