Ritabhari Chakraborty Birthday: 'আমার বাচ্চারাই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ',কেমন কাটল ঋতাভরীর জন্মদিন?

Jun 26, 2022, 18:26 PM IST
1/5

ঋতাভরীর জন্মদিন

Ritabhari Birthday Celebration 1

নিজস্ব প্রতিবেদন: রবিবার ঋতাভরী চক্রবর্তীর ৩০ তম জন্মদিন। জন্মদিনের সেলিব্রেশনের ছবি পোস্ট করেন অভিনেত্রী।   

2/5

ঋতাভরীর জন্মদিন

Ritabhari Birthday Celebration 2

ঋতাভরী সোশ্য়াল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে কচিকাঁচাদের সঙ্গে কেক কাটছেন অভিনেত্রী।  

3/5

ঋতাভরীর জন্মদিন

Ritabhari Birthday Celebration 3

অভিনেত্রী লেখেন,'আমার বাচ্চারাই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। ওদের হাততালি, ওদের জড়িয়ে ধরা, ওদের ভালবাসা আমার মন ভরিয়ে দিয়েছে।'  

4/5

ঋতাভরীর জন্মদিন

Ritabhari Birthday Celebration 4

বাচ্চাদের সঙ্গে নিয়ে কেক কাটেন অভিনেত্রী। এছাড়াও মেনুতে ছিল চকোলেট ও বিরিয়ানি। পাশাপাশি বাচ্চাদের জন্য ছিল স্পেশাল ম্যাজিক শো।   

5/5

ঋতাভরীর জন্মদিন

Ritabhari Birthday Celebration 5

অভিনেত্রী লেখেন,'যতদিন বাঁচব, এভাবেই যেন এদের দেখভাল করতে পারি, ওদের যত্ন নিতে পারি আর ওদের ভালো রাখতে পারি, সেই আশীর্বাদ চাই আপনাদের কাছে।'