Phytochemicals: জানেন কি, এই ফুলের পাপড়িই বিনাশ করতে পারে COVID-19 সংক্রমণ?
হিমালয়েই মিলল সেই দুর্লভ গাছ; শুরু হয়েছে প্রয়োজনীয় গবেষণা।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি-র গবেষকেরা এবার এক রোমাঞ্চকর আবিষ্কার করলেন। তাঁরা একটি গাছের ফুলে পেলেন করোনা-সংক্রমণরোধী রসায়নিক। হিমালয়ের একটি গাছের পাতায় এই ফাইটোকেমিক্যাল শনাক্ত করেছেন তাঁরা। বলা হচ্ছে, এই ফাইটোকেমিক্যাল দিয়েই কোভিড-১৯-এর সঙ্গে লড়তে পার যাবে।
1/6
করোনা-সংক্রমণরোধী রসায়নিক
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (ICGEB)-র গবেষকেরা এবার এক রোমাঞ্চকর আবিষ্কার করলেন। তাঁরা একটি গাছের ফুলে পেলেন করোনা-সংক্রমণরোধী রসায়নিক। হিমালয়ের একটি গাছের পাতায় এই ফাইটোকেমিক্যাল শনাক্ত করেছেন তাঁরা। বলা হচ্ছে, এই ফাইটোকেমিক্যাল দিয়েই কোভিড-১৯-এর সঙ্গে লড়তে পার যাবে।
2/6
রডোডেনড্রন আর্বোরিয়াম
তাঁদের গবেষণা বলছে, হিমালয় অঞ্চলে পাওয়া গিয়েছ একটি গাছ-- তা নাম রডোডেনড্রন আর্বোরিয়াম (Rhododendron arboreum)। এর মধ্যে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে এমন অ্যান্টিভাইরাল উপাদান পাওয়া গিয়েছে। সম্প্রতি 'বায়োমলিকুলার স্ট্রাকচার অ্যান্ড ডায়নামিক্স' (Biomolecular Structure and Dynamics) জার্নালে এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।
photos
TRENDING NOW
3/6
পাতার নির্যাস
যখন এই গাছের পাতাগুলিকে গরম জলে মেশানো হয়ে, তখন এর থেকে কুইনিক অ্যাসিড এবং এর ডেরিভেটিভগুলি উল্লেখযোগ্য পরিমাণে পাওয়া গিয়েছিল। গবেষণায় দেখা গেছে, এই ফাইটোকেমিক্যাল দুটি উপায়ে ভাইরাসকে প্রভাবিত করে। গবেষকরা বলেন, এর পাতার নির্যাসের একটি উপাদান কোনো বিরূপ প্রভাব ছাড়াই মানবদেহের কোষে কোভিড সংক্রমণকে বাধা দিতে পারে।
4/6
আইআইটি মান্ডির স্কুল অফ বেসিক সায়েন্সের অ্যাসোসিয়েট
5/6
ফাইটোকেমিক্যাল
6/6
রডোডেনড্রন
photos