Albopictus Mosquito: আতঙ্ক কলকাতায়! ১৯৫০-এর মশা ছড়াচ্ছে জিকা-চিকুনগুনিয়া-ডেঙ্গি...

Albopictus Mosquito: আবার সে এসেছে উড়িয়া! 'এডিস অ্যালবোপিক্টাস'। মশা। ডেঙ্গুর মারণবীজ নিয়ে উড়ে বেড়ায় এ!

| Aug 03, 2024, 17:25 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মশার নাম 'এডিস অ্যালবোপিক্টাস' (Aedes albopictus)! ডেঙ্গুর মারণবীজ নিয়ে এ উড়ে বেড়ায়। ১৯৫০ সালে কলকাতায় সে আতঙ্ক ছড়িয়ে গিয়েছে। আবার সে এসেছে উড়িয়া! 

1/6

গ্রাম্য পরিবেশ

একটাই ভরসা। এডিস ঈজিপ্টাই-য়ের থেকে একটু আলাদা এই মশা। অ্যালবোপিক্টাস সাধারণত গ্রাম্য পরিবেশ, ঝোপঝাড় পছন্দ করে। 

2/6

১৯৫০-এর নগরে

১৯৫০ সাল নাগাদ এই মশাটিকে কলকাতায় দেখা গিয়েছিল। সে ছড়িয়েছিল ডেঙ্গির বীজাণুও! তখন না-হয় কলকাতা ছিল অনেকটাই গ্রাম্য-পরিবেশময়। গাছপালা ঝোপঝাড় কম ছিল না!

3/6

২০২৪-এর শহরে

কিন্তু এত বছর বাদে সেই 'এডিস অ্যালবোপিক্টাস' ফিরে এল কলকাতায়, এই ২০২৪ সালে? ভয়ংকর রকম নাগরিক এই কলকাতায় এখন সেই অর্থে গাছপালা ঝোপঝাড় কোথায়?

4/6

ভীতি-জাগানো

জানা গিয়েছে, ডেঙ্গির ভাইরাস বহন করে চলা এই মশা এখন যথেষ্ট ভীতি-জাগানো পরিস্থিতি তৈরি করেছে শহরে।

5/6

জিকা-চিকুনগুনিয়া

এই মশাটি শুধু যে ডেঙ্গিই ছড়ায় তা নয়, জিকা বা চিকুনগুনিয়াও ঘটায়। 

6/6

গ্রেটার সিটি

কীভাবে প্রতিরোধ করা হচ্ছে নবোদ্ভাবিত এই সংকটের? দেখা যাচ্ছে, সাধারণত বর্ধিত কলকাতাতেই বেশি ছড়িয়ে পড়ছে অ্যালবোপিক্টাস। কলকাতা পুরসভা জানিয়েছে, আবর্জনা ময়লা জঞ্জাল ঝোপঝাড় সবই পরিষ্কার করা হচ্ছে। দেখা হচ্ছে, যাতে এই মশা রোগ বেশি ছড়াবার সুযোগ না পায়!