আবাসনে অর্ধেকেরও কম হয়ে গেল GST, ফ্ল্যাট কেনার জন্য এখনই গুছিয়ে ফেলুন টাকা
Feb 24, 2019, 18:27 PM IST
1/5
মধ্যবিত্তের জন্য খুশির খবর। বিশেষ করে যদি আপনার শহরের কাছাকাছি ফ্ল্যাট কেনার পরিকল্পনা থাকে তাহলে এখবর আপনার জন্যই। কারণ, আবাসনে GST-তে বিশাল কাটছাঁট করল মোদী সরকার।
2/5
রবিবার ছিল জিএসটি কাউন্সিলের বৈঠক। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে, আর ১২ শতাংশ নয়, ৫ শতাংশ হারে GST দিতে হবে তৈরি ফ্ল্যাট ক্রয়ে। অর্থাত্ এক ধাক্কায় ৮ শতাংশ কমে গেল আবাসনে GST.
photos
TRENDING NOW
3/5
তবে শুধুমাত্র মধ্যবিত্তদের জন্য তৈরি আবাসনেই মিলবে এই ছাড়। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, 'আমরা ২ ভাবে মধ্যবিত্তের আবাসন চিহ্নিত করেছি। ৬৪৫.৮৩ বর্গফুট বা তার কম মাপের ফ্ল্যাটে দিতে হবে মাত্র ৫ শতাংশ হারে কর। অথবা ফ্ল্যাটের দাম ৪৫ লক্ষ টাকা বা তার কম হতে হবে।'
4/5
অর্থাত্ ৬৪৫ বর্গফুট থেকে বড় ফ্ল্যাট বা ৪৫ লক্ষ টাকা থেকে দামি ফ্ল্যাটে ১২ শতাংশ হারেই জিএসটি ধার্য হবে।
5/5
বিহারের উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী সুশীল মোদী বলেন, মধ্যবিত্তের জন্য আবাসনে কেন্দ্রের কর ৮ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। বিলাসবহুল আবাসনের ক্ষেত্রে তা কমিয়ে ১২ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ।