৩১ মার্চ শেষ হচ্ছে Jio Prime, তার পর?

Mar 30, 2018, 20:27 PM IST
1/8

jio prime 31

জিও প্রাইমের সদস্যপদ শেষ হচ্ছে ৩১ মার্চ। ১ এপ্রিল থেকে কী করবেন Jio গ্রাহকরা?

জিও প্রাইমের সদস্যপদ শেষ হচ্ছে ৩১ মার্চ। ১ এপ্রিল থেকে কী করবেন Jio গ্রাহকরা?

2/8

jio customer

প্রাইম সদস্যপদের জন্য রিচার্জ করতে হবে না বর্তমান জিও গ্রাহকদের।

প্রাইম সদস্যপদের জন্য রিচার্জ করতে হবে না বর্তমান জিও গ্রাহকদের। 

3/8

membership

জিও ঘোষণা করেছে, আরও ১ বছরের জন্য প্রাইম সদস্যপদ পাবেন বর্তমান গ্রাহকরা। এর জন্য কোনও খরচ হবে না তাঁদের। সম্পূর্ণ বিনামূল্যেই সদস্যপদ পাবেন সমস্ত বর্তমান জিও প্রাইম গ্রাহক।

জিও ঘোষণা করেছে, আরও ১ বছরের জন্য প্রাইম সদস্যপদ পাবেন বর্তমান গ্রাহকরা। এর জন্য কোনও খরচ হবে না তাঁদের। সম্পূর্ণ বিনামূল্যেই সদস্যপদ পাবেন সমস্ত বর্তমান জিও প্রাইম গ্রাহক।  

4/8

new users

তবে নতুন জিও ব্যবহারকারীদের ৯৯ টাকা দিয়ে এক বছরের প্রাইম সদস্যপদ নিতে হবে।

তবে নতুন জিও ব্যবহারকারীদের ৯৯ টাকা দিয়ে এক বছরের প্রাইম সদস্যপদ নিতে হবে।   

5/8

membership

কীভাবে প্রাইম মেম্বারশিপ পাবেন?

কীভাবে প্রাইম মেম্বারশিপ পাবেন?   

6/8

play store

প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে মাই জিও অ্যাপ। সেখানে গিয়ে প্রাইম সদস্যপদ বাড়াতে পারবেন গ্রাহকরা।

প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে মাই জিও অ্যাপ। সেখানে গিয়ে প্রাইম সদস্যপদ বাড়াতে পারবেন গ্রাহকরা। 

7/8

my jio

বিশেষ কিছু করতে হবে না। মাই জিও অ্যাপে গেলেই আপনা-আপনিই প্রাইম সদস্যপদ পেয়ে যাবেন গ্রাহকরা।

বিশেষ কিছু করতে হবে না। মাই জিও অ্যাপে গেলেই আপনা-আপনিই প্রাইম সদস্যপদ পেয়ে যাবেন গ্রাহকরা।

8/8

jio

গত বছর যাঁরা প্রাইম সদস্যপদ নিয়েছিলেন, তাঁরা বিনামূল্যে পাবেন। নতুন গ্রাহকদের ৯৯ টাকার রিচার্জ করাতে হবে।

গত বছর যাঁরা প্রাইম সদস্যপদ নিয়েছিলেন, তাঁরা বিনামূল্যে পাবেন। নতুন গ্রাহকদের ৯৯ টাকার রিচার্জ করাতে হবে।