জিও প্রাইমের সদস্যপদ শেষ হচ্ছে ৩১ মার্চ। ১ এপ্রিল থেকে কী করবেন Jio গ্রাহকরা?
2/8
jio customer
প্রাইম সদস্যপদের জন্য রিচার্জ করতে হবে না বর্তমান জিও গ্রাহকদের।
photos
TRENDING NOW
3/8
membership
জিও ঘোষণা করেছে, আরও ১ বছরের জন্য প্রাইম সদস্যপদ পাবেন বর্তমান গ্রাহকরা। এর জন্য কোনও খরচ হবে না তাঁদের। সম্পূর্ণ বিনামূল্যেই সদস্যপদ পাবেন সমস্ত বর্তমান জিও প্রাইম গ্রাহক।
4/8
new users
তবে নতুন জিও ব্যবহারকারীদের ৯৯ টাকা দিয়ে এক বছরের প্রাইম সদস্যপদ নিতে হবে।
5/8
membership
কীভাবে প্রাইম মেম্বারশিপ পাবেন?
6/8
play store
প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে মাই জিও অ্যাপ। সেখানে গিয়ে প্রাইম সদস্যপদ বাড়াতে পারবেন গ্রাহকরা।
7/8
my jio
বিশেষ কিছু করতে হবে না। মাই জিও অ্যাপে গেলেই আপনা-আপনিই প্রাইম সদস্যপদ পেয়ে যাবেন গ্রাহকরা।
8/8
jio
গত বছর যাঁরা প্রাইম সদস্যপদ নিয়েছিলেন, তাঁরা বিনামূল্যে পাবেন। নতুন গ্রাহকদের ৯৯ টাকার রিচার্জ করাতে হবে।