TSK25K 2019: ইভেন্ট রেকর্ড গড়ে কলকাতা মাতালেন গুতেনি এবং লিওনার্ড

Dec 15, 2019, 13:29 PM IST
1/10

 রবিবার ভোরে হালকা শীতের আমেজ নিয়ে রেড রোডে অনুষ্ঠিত হয়ে গেল  টাটা স্টিল কলকাতা ২৫কে ২০১৯।  

2/10

ষষ্ঠ বর্ষে টিএসকে ২৫কে-র মুকুটে রঙিন পালক। ২৫ কিলোমিটার এই দৌড় প্রতিযোগিতা এবছর IAAF-এর  সিলভার লেভেলে উন্নীত হয়েছে৷

3/10

টিএসকে ২৫কে-এর আন্তর্জাতিক ব্র্যান্ড অ্যাম্বাসডর আর্জেন্তিনিয় বিশ্বকাপার এরনান ক্রেসপো সকাল থেকেই তিলোত্তমার মানুষের উন্মাদনায় মুগ্ধ।

4/10

রাজ্যপাল জগদীপ ধনকড়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র পারিষদ দেবাশিস কুমার, অভিনেতা রাহুল বোস হাজির ছিলেন সকালে।

5/10

গতবারের তুলনায় এবারও বেড়েছে প্রতিযোগীর সংখ্যা। এবার প্রতিযোগীর সংখ্যা প্রায় সাড়ে পনেরো হাজারের কাছাকাছি।  

6/10

পুরুষ বিভাগে ইথোপিয়ার কেনেনিসা বেকেলের ( ১:১৩:৪৮) ইভেন্ট রেকর্ড ভেঙে দিলেন কেনিয়ার লিওনার্ড বারস্টোন। ১:১৩:০৫ সময়ে ২৫ কিলোমিটার দৌড় শেষ করে জিতে নেন সোনা।

7/10

মহিলাদের বিভাগেও ইভেন্ট রেকর্ড গড়লেন ইথোপিয়ার গুতেনি শোন। তিনি ২৫ কিলোমিটার দৌড় শেষ করতে সময় নেন ১:২২:০৯।

8/10

 ভারতীয়দের মধ্যে পুরুষ বিভাগে ২৫ কিলোমিটারে প্রথম হলেন শ্রীনু বুগাথা (১:১৮:৩১)।

9/10

মহিলা বিভাগে ভারতীয়দের মধ্যে ২৫ কিলোমিটারে প্রথম হলেন কিরনজিত্ কৌর (১:৩৮:৫৬)।

10/10

 ২৫ কিলোমিটার রেসের পাশাপাশি ছিল ১০ কিলোমিটার দৌড়, আনন্দ রান, বিশেষভাবে সক্ষমদের জন্যও দৌড়।