India's HOTTEST Year: ১২২ বছরে গরমে রেকর্ড, মারাত্মক তাপপ্রবাহে পুড়তে চলেছে দেশ!

Apr 03, 2022, 07:59 AM IST
1/6

সর্বাধিক তাপপ্রবাহ

heatwave

রেকর্ড বলছে ২০২২ -এর মার্চে সবথেকে বেশি গরম পড়েছিল দেশে। গত ১২২ বছরে উষ্ণতম মার্চ মাস ছিল ভারতে। চলতি বছর মার্চে সর্বোচ্চ তাপমাত্রা গড়পড়তায় পৌঁছেছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াসে৷ 

2/6

সর্বাধিক তাপপ্রবাহ

heatwave

IMD কর্মকর্তারা বলেছেন যে দীর্ঘায়িত শুষ্ক স্পেলের কারণে উত্তর-পশ্চিম ভারতে তীব্র গরম আবহাওয়া দেখা দিয়েছে। আইএমডি তথ্য অনুসারে, ২০২২ সালের মার্চ, ১৯০১ সাল থেকে দেশের নথিভুক্ত ইতিহাসে সবচেয়ে উষ্ণ মার্চ ছিল।

3/6

সর্বাধিক তাপপ্রবাহ

heatwave

২০ মার্চ দিল্লির পীতমপুরা পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা ধরা পড়ে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস৷ যা এ বছর এখনও অবধি সর্বোচ্চ তাপমাত্রা৷ হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান-সহ দেশের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রি বেশি৷

4/6

সর্বাধিক তাপপ্রবাহ

heatwave

মার্চ দুটি তাপপ্রবাহের সাক্ষী ছিল, প্রথমটি ১১ মার্চ থেকে ২১ মার্চের মধ্যে এবং দ্বিতীয়টি ২৬ মার্চ শুরু হয়েছিল এবং যা এখনও অব্যাহত রয়েছে।

5/6

সর্বাধিক তাপপ্রবাহ

heatwave

বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টিপাত না হওয়া, উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে অবিরাম শুষ্ক ও গরম পশ্চিমী বায়ু প্রবাহিত হওয়ার ফলে তাপ বেড়েছে। পরিস্কার মেঘহীন আকাশ মানে সূর্যের রশ্মির সরাসরি প্রতিফলম, যার ফলে তাপমাত্রা বেড়েছে।

6/6

সর্বাধিক তাপপ্রবাহ

heatwave

গত দু’ বছরের মার্চেও তাপমাত্রার রেকর্ড ভেঙে চুরমার হয়ে গিয়েছিল৷ মাসিক সর্বোচ্চ তাপমাত্রার গড়পড়তার হিসেবে ২০২১-এর মার্চ ভেঙে দিয়েছিল ১২১ বছরের রেকর্ড৷ বলছে আবহাওয়া দফতরের পরিসংখ্যান৷