Real Madrid: ১৫ বার ইউরোপ সেরা রিয়াল, ফাইনালে কোন আগুনে মশাল জ্বলে? বিদায়লগ্নে বললেন 'বরফমানব'
Real Madrid's Mantra Revealed: কেন রিয়াল মাদ্রিদ এত সফল চ্য়াম্পিয়ন্স লিগে? শেষলগ্নে জানিয়ে গেলেন টনি ক্রুস...
1/6
রিয়ালই হাসল শেষ হাসি
2/6
রিয়ালের লিগ জয়ের টাইমলাইন
১৯৫৬, ১৯৫৭, ১৯৫৮, ১৯৫৯, ১৯৬০, ১৯৬৬, ১৯৯৮, ২০০০, ২০০২, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০২২ সালের পর ২০২৪। ১৫ বারের মধ্য়ে পাঁচবার রিয়ালকে পাঁচ বার চ্য়াম্পিয়ন্স লিগ জিতিয়েছেন কার্লো অ্য়ানসেলোত্তি। ঠান্ডা মাথার মানুষটা রিয়াল সমর্থকরা 'ডন কার্লো' বলেই ডাকেন। কারণ প্রসঙ্গ যখন চ্য়াম্পিয়ন্স লিগ, দাদাগিরি তখন কার্লোরই।
photos
TRENDING NOW
3/6
প্রথমার্ধ দেখেনি কোনও গোলই
4/6
কার্ভাহালের হেড ছিল দেখার মতো
রিয়ালের জার্সিতে শেষবারেরর মতো মাঠে নেমেছিলেন টনি ক্রুস। জার্মান স্নাইপারের ট্রেডমার্ক কর্নার থেকে দুর্দান্ত কোনাকুনি হেডে অসাধারণ গোল করেন স্প্য়ানিশ ডিফেন্ডার কারভাহাল। সাড়ে ৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে গোল করে নায়ক হয়েছেন কারভাহাল। ২০১৬ সালে সের্জিও ব়্য়ামোসের পর প্রথম ডিফেন্ডার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করার নজির গড়লেন রিয়ালের বহু যুদ্ধের নায়ক।
5/6
ভিনি প্রায় গোল উপহারই পেয়ে গেলেন
6/6
টনি ক্রুস জানালেন কেন রিয়াল ফাইনালে অপ্রতিরোধ্য়
রিয়াল মাদ্রিদের জার্সিতে শেষ ম্য়াচ খেলে ফেললেন ক্রুস। ১০ বছর রিয়ালের জার্সিতে খেলে ২৩টি ট্রফি জিতলেন তিনি। বিদায়বেলায় তাঁর চ্য়াম্পিয়ন্স লিগের সংখ্য়া দাঁড়াল ছয়। ফাইনালের পর ক্রুস জানালেন যে, ফাইনালে কোন আগুনে মশাল জ্বলে রিয়ালের। 'বরফমানব' বলেন, 'ফাইনালে হারা যাবে না। এটাই আমাদের মানসিকতা। বিগত কয়েক বছর যদি দেখেন, তাহলে বুঝবেন যে, ফাইনালে ফুটবলের গুণগত মান যেমন থাকে, তেমনই মানসিকতাও অসাধারণ এই দলের। এই দলের আত্মবিশ্বাসই বাকি দলগুলির থেকে আলাদা করে দেয়। আমি কখনও ভাবতেই পারিনি যে, কেরিয়ারে ছ'বার চ্য়াম্পিয়ন্স লিগ জিতব।'
photos