Home Image: 
পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে খাইয়ে শ্লীলতাহানির চেষ্টা, কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক রেশমি
Domain: 
Bengali
Home Title: 

পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে খাইয়ে শ্লীলতাহানির চেষ্টা, কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক রেশমি 

English Title: 
Rashami Desai on facing casting couch
Slide Photos: 

নান্দিশের সঙ্গে বিচ্ছেদের পর বিগ বসের ঘরে হাজির হন রেশমি। সেখানে বসের ঘরের প্রতিযোগী অর্থাত উঠতি মডেল আরহান খানের সঙ্গে রেশমি সম্পর্কে জড়ান বলে শোনা যায়। য়দিও আরহানের সঙ্গে বর্তমানে রেশমির আর কোনও সম্পর্ক নেই। রেশমির নাম, যশ ব্যবহার করে আরহান নিজের আখের গোছাতে চাইছিলেন বলেও অভিযোগ করেন বাঙালি অভিনেত্রী দেবলিনা ভট্টাচার্য 

প্রসঙ্গত উতরণ-এর শ্যুটিং-এর পর সহ-অভিনেতা নান্দিশ সান্ধুকে বিয়ে করেন রেশমি দেশাই। বিয়ের কয়েক বছরের মধ্যেই বিচ্ছেদের মামলা দায়ের করেন নান্দিশ-রেশমি 

কোনওক্রমে সেদিন সূরজের বাড়ি থেকে বেরিয়ে নিজেকে রক্ষা করেন রেশমি। ওই ঘটনার পরদিন সূরজের বাড়িতে গিয়ে সোজা তাঁকে থাপ্পড় কষান রেশমির মা। কেরিয়ারের এত বছর পর এবার জীবনের গোপন কথা প্রকাশ্যে আনলেন রেশমি দেশাই 

এরপরই রেশমির পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে তাঁকে খাওয়ানোর চেষ্টা করেন সূরজ। রেশমি ওই পানীয় না খেতে চাইলে, তাঁকে জোর করা শুরু করেন সূরজ। এরপরই শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন অভিনেত্রী 

সূরজের বাড়িতে হাজির হয়ে ওইদিন রেশমি যেমন কোনও ক্যামেরা দেখতে পাননি, তেমনি অন্য কেউ হাজির ছিলেন না। সূরজের বাড়িতে কেউ নেই কেন বলে ওইদিন বার বার প্রশ্ন করতে শুরু করেন রেশমি। কিন্তু রেশমির প্রশ্নের কোনও উত্তর দেননি সূরজ

সংবাদমাধ্যমের সাক্ষাতকারে হাজির হয়ে রেশমি বলেন, অভিনয় জগতে আসার পর তিনি যখন প্রথম অডিশন দিতে যান, সেই সময় সূরজ নামে এক ব্যক্তি তাঁর বাড়িতে হাজির হওয়ার কথা বলেন রেশমিকে 

মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন রেশমি দেশাই। ওই সময় অডিশনের দিন তাঁর শ্লীলতাহানির চেষ্টা করা হয়। বিগ বসের ঘর থেকে বেরিয়ে এবার কাস্টিং কাউচ নিয়ে সরব হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রেশমি দেশাই 

Publish Later: 
No
Publish At: 
Tuesday, March 3, 2020 - 16:55
Mobile Title: 
পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে খাইয়ে শ্লীলতাহানির চেষ্টা, বিস্ফোরক রেশমি
Facebook Instant Gallery Article: 
No
Edited By: 
Jayeeta Basu