Basirhat: বসিরহাট সীমান্তে পাচারের আগে উদ্ধার বিরল প্রজাতির তক্ষক, দাম শুনলে চোখ কপালে উঠবে

Oct 04, 2021, 15:56 PM IST
1/5

বসিরহাটে ঘোজাডাঙ্গা সীমান্তে পাচার হওয়ার আগেই ধরা পড়ল বিরল প্রজাতির তক্ষক।

2/5

সোমবার ভোরে ঘোজাডাঙ্গার ভারত-বাংলাদেশ সীমান্তের দক্ষিণপাড়ায় ২-৩ জনকে ঘোরাফেরা করতে দেখে বিএসএফ। দেখেই সন্দেহ হয় সীমান্তরক্ষী বাহিনীর।

3/5

এদিকে, বিএসএফ ওইসব লোকজনদের দাঁড়াতে বললে তারা পালিয়ে যায়। তবে এদের মধ্যে একজনকে ধরে ফেলে বিএসএফ। ধৃত ব্যক্তির নাম যুগল দাস। বাড়ি হুগলির তারকেশ্বরে।

4/5

ধৃত ব্যক্তির ব্যাগ তল্লাশি করতে বেরিয়ে পড়ে একটি বিরল প্রজাতির তক্ষক। বিএসএফ তাকে বসিরহাট থানার হাতে তুলে দেয়। উদ্ধার হওয়া তক্ষকটিকে তুলে দেওয়া হয়েছে বন দফতরের হাতে। পুলিসের দাবি আন্তর্জাতিক বাজারে ওই তক্ষকটির দাম হতে পারে প্রায় ১ কোটি টাকা।

5/5

উল্লেখ্য, কয়েকদিন আগেই স্বরূপনগর সীমান্ত বিএসএফের হাতে ধরা পড়ে একটি বিরল প্রজাতির তক্ষক। পাচারের সময় সেটিকে স্বরূপনগরের বাংলাদেশ লাগোয়া গোবিন্দপুর পঞ্চায়েতের দুর্গাপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়। গ্রেফতার হয় ৬ পাচারকারী।