২২ থেকে কমিয়ে ক্রিকেট পিচ হোক ২০ গজ! পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের প্রস্তাব

Apr 26, 2020, 17:35 PM IST
1/5

ক্রিকেটের পিচ হোক ২০ গজ

ক্রিকেটের পিচ হোক ২০ গজ

করোনা পরবর্তী সময়ে বিশ্বের অনেক কিছুই আরআগের মতো থাকবে না। এমনটা অনেকেই মনে করছেন। ক্রিকেটেও আসবে পরিবর্তন। ইতিমধ্যে বোলারদের থুতু বা ঘাম লাগিয়ে বল পালিশ করার পদ্ধতি উঠে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আইসিসি। 

2/5

ক্রিকেটের পিচ হোক ২০ গজ

ক্রিকেটের পিচ হোক ২০ গজ

আইসিসি বল পালিশ করার জন্য বোলারদের অন্য কোনও উপায় বলে দিতে পারে। আর এর মধ্যে পাকিস্তানের প্রাক্তন তারকা রামিজ রাজা নতুন প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, ক্রিকেট পিচ যেন ২০ গজের করে দেওয়া হয়!

3/5

ক্রিকেটের পিচ হোক ২০ গজ

ক্রিকেটের পিচ হোক ২০ গজ

পুরনো বল থেকে সুবিধা না পেলে বোলাররা রিভার্স সুইং করাতে পারবেন না। ফলে টেস্টের আকর্ষণ কমবে। তা ছাড়া ব্যাটসম্যানরা বাড়তি সুবিধা পাবেন। এমনই মনে করেন রামিজ। তাই তিনি বলেছেন, পিচ ২০ গজ করে দিলে ব্যাটসম্যানদের কাজটাও সহজ হবে না। 

4/5

ক্রিকেটের পিচ হোক ২০ গজ

ক্রিকেটের পিচ হোক ২০ গজ

বল পালিশ করতে না পারলে বোলাররা সমস্যায় পড়বেন। অন্যদিকে ব্যাটসম্যানদের সুবিধা। তাই ব্যাট ও বলের বারসাম্য বজায় রাখতে আইসিসিকে নতুন কিছু ভাবতে হবে বলে মনে করছেন রামিজ। 

5/5

ক্রিকেটের পিচ হোক ২০ গজ

ক্রিকেটের পিচ হোক ২০ গজ

করোনা পরবর্তী সময়ে বোলারদের সুবিধা কার আশঙ্কা করছেন অনেকেই। কারণ থুতু দিয়ে বলের পালিশ বজায় রাখার পদ্ধতি ক্রিকেট থেকে লোপ পাবে বলে অনেকে নিশ্চিত। আইসিসি সেক্ষেত্রে কোনও বিশেষ বস্তু দিয়ে বলের পালিশ বজায় রাখার কথা ভাবছে। সেই জিনিস থাকবে আম্পায়ারদের কাছে। ম্যাচের মাঝে সেটি দিয়ে বোলাররা বলের পালিশ বজায় রাখতে পারবেন।