Rakul Preet Singh-Jackky Bhagnani Wedding: বলিউডে ফের বিয়ের সানাই, গোয়ায় চারহাত এক হল জ্যাকি-রাকুলের...

Rakul Preet Singh-Jackky Bhagnani Marriage: সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের অভিনেতা প্রযোজক জ্যাকি ভাগনানি ও অভিনেত্রী রাকুলপ্রীত সিং। বুধবার গোয়ায় বসেছিল বিয়ের আসর। সিন্ধি ও পাঞ্জাবি দুই মতেই সম্পন্ন হয় বিয়ে।   

| Feb 21, 2024, 21:40 PM IST
1/7

জ্যাকি-রাকুলের বিয়ে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের অভিনেতা প্রযোজক জ্যাকি ভাগনানি ও অভিনেত্রী রাকুলপ্রীত সিং।   

2/7

জ্যাকি-রাকুলের বিয়ে

বুধবার গোয়ায় বসেছিল বিয়ের আসর। সিন্ধি ও পাঞ্জাবি দুই মতেই সম্পন্ন হয় বিয়ে।   

3/7

জ্যাকি-রাকুলের বিয়ে

সাদা শেরওয়ানি পরেছিলেন জ্যাকি ও রাকুলের পরনে ছিল গোলাপী লেহেঙ্গা।   

4/7

জ্যাকি-রাকুলের বিয়ে

গোলাপী লেহেঙ্গার সঙ্গে রাকুল পরেছিলেন গোল্ডেন ও সাদা আনকাট হিরের পোলকা সেট।   

5/7

জ্যাকি-রাকুলের বিয়ে

অনেকদিন ধরেই সম্পর্কে ছিলেন রাকুল ও জ্যাকি। সম্প্রতি বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।   

6/7

জ্যাকি-রাকুলের বিয়ে

বিয়ের ছবি পোস্ট করে নবদম্পতি লেখেন, 'এখন থেকে আমার আর সারাজীবনের জন্য'...

7/7

জ্যাকি-রাকুলের বিয়ে

তাঁদের বিয়েতে আমন্ত্রিত ছিলেন বরুণ ধাওয়ান, শিল্পা শেট্টি সহ আরও অনেক তারকাই। সোশ্যাল মিডিয়ায় বলিউডের এই নয়া দম্পতিকে শুভেচ্ছা জানান ইন্ডাস্ট্রির অনেকেই।