দার্জিলিং-এর পর কালিম্পং-এও এবার জয় বিমল স্লোগান, দেখুন ছবিতে

Mar 29, 2019, 16:50 PM IST
1/5

কালিম্পং-এ প্রচারে বিজেপি প্রার্থী রাজু বিস্ত। করোনেশন ব্রিজ হয়ে কালিম্পং পৌঁছায় রাজুর কনভয়। গুরুং-এর ছবি হাতে মিছিলে সামিল মোর্চার গুরুং গোষ্ঠী। সামিল হয় জিএনএফ-ও।

2/5

দার্জিলিং-এর পর কালিম্পং-এও এবার জয় বিমল স্লোগান। দেড় বছর পাহাড় ছাড়া বিমল গুরুং রোশনগিরিরা। 

3/5

নির্বাচনের মুখে পাহাড়ে ফিরতে মরিয়া গুরুং সুপ্রিম কোর্টের দ্বারস্ত হন। মামলার ভবিষ্যত এখনও শীর্ষ আদালতের বিচারাধীন। 

4/5

বৃহস্পতিবারই একটি অডিও ক্লিপ প্রকাশ করে পাহাড়ের সব দলকে প্রার্থী প্রত্যাহারের আবেদন জানান গুরুং। রাজু বিস্তকে সমর্থনের আহ্বান জানান। গুরুং-এর ডাকে সাড়া দিয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন সিপিআরএম। রাজু বিস্তের প্রার্থী পদ নিয়ে ক্ষুব্ধ স্বরাজ থাপাও গুরুং-এর সঙ্গ ছেড়ে মনোনয়ন জমা দেন। স্বরাজও মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে খবর। 

5/5

তৃণমূলের টিকিটে পাহাড়ে প্রার্থী হচ্ছেন অমর রাই। বিনয় তামাং গোষ্ঠী হাত মিলিয়েছে তৃণমূলের সঙ্গে। পাহাড়ে এখনই ফিরতে না পারলেও অজ্ঞাতবাস থেকেই পাহাড়ের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে চাইছেন গুরুং।