1/6
1
দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে মাত্র ৪০ বছর বয়সে শপথ নিয়েছিলেন রাজীব গান্ধী। দেশে কংগ্রেসের জনপ্রিয়তা পড়ে যাওয়ার পেছেনে তাঁকে কিছুটা দায়ি করা হলেও তাঁর বেশকিছু উদ্যোগের ফল এখনও ভোগ করছে দেশবাসী। মাত্র ৫ বছর ক্ষমতায় থাকলেও দেশকে একুশ শতকের উপযুক্ত করে তোলার পেছনে তাঁর অবদান অস্বীকার করার নয়। সোমবার ২০ অগাস্ট তাঁর জন্মদিন।
2/6
2
photos
TRENDING NOW
3/6
3
বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব আসে রাজীবের আমলেই। কম্পিউটার, এয়ারলাইন্স, ডিফেন্স ও টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে বিভিন্ন যন্ত্রের আমদানীর ওপর ট্যাক্স কম করে দিয়ে তিনি দেশে তা জনপ্রিয় করার চেষ্টা করেছিলেন। তাঁর আমলেই রেলে আধুনিকীকরণের শুরু হয়। কম্পিউটার চালিত টিকিট বুকিং সিস্টেম তাঁর আমলেই শুরু হয়।
4/6
4
5/6
5
6/6
6
photos