বাঙালি রীতি মেনেই সিঁদুরদান হয়।উপস্থিত ছিলেন দিদি সুস্মিতা সেনও।
4/11
বিয়েতে উপস্থিত ছিলেন রাজীব ও চারুর পরিবার এবং বন্ধু-বান্ধব মিলিয়ে মাত্র ২০-২৫ জন।
5/11
এইদিন চারুর পরনে ছিল রাজস্থানী স্টাইলে পরা লাল লেহেঙ্গা। সঙ্গে পরেছিলেন মানানসই হার, নাকে নথ এবং টিকলি। অপরদিকে রাজীব পরেছিলেন সাদা শেরওয়ানি, পাগড়ি এবং শাল।
6/11
সঙ্গীত অনুষ্ঠানে আলিশার সঙ্গে নাচতেও দেখা যায় চারুকে।
7/11
ভাইয়ের বিয়েতে বিশেষ বন্ধু রোহমান শলের সঙ্গে হন সুস্মিতা সেন। সঙ্গে ছিল দুই মেয়ে রিনি এবং আলিশা।
8/11
বিয়ে রাজস্থানী ও বাঙালি রীতিতে গোয়ায় হয়ে চারু ও রাজীবের ডেস্টিনেশন ওয়েডিং।
9/11
বন্ধু টেলিভিশন অভিনেত্রী অমরিন চাক্কিওয়ালার সঙ্গে নিজস্বী তোলেন চারু। তাঁরা একসঙ্গে 'বড়ে আচ্ছে লাগতে হ্যায়' ধারাবাহিকে কাজ করেছিলেন।
10/11
গায়ে হলুদে হলুদ লেহেঙ্গা এবং ফুলের গয়নায় চারুকে লাগছিল মোহময়ী।
11/11
রাজস্থানী ও বাঙালি রীতিতে বিয়ের আগে খ্রিষ্টান রীতিতে গোয়াতে এনগেজমেন্টও সারান রাজীব-চারু।