1/5
2/5
photos
TRENDING NOW
3/5
মঙ্গলবার কংগ্রেস বিধান পরিষদীর দলের বৈঠকে যোগ দেননি সচিন। ফলে দিল্লি নেতারা মিটমাট বা আলোচনার দরজা খোল রয়েছে বলে যতই চেঁচান না কেন ঘাড় কাত করতে রাজী নন সচিন। সোমবারও একটি বৈঠক ডেকেছিলেন অশোক গেহলট। সেই বৈঠকেও যোগ দেননি সচিন-সহ মোট ১৬ বিধায়ক। মঙ্গলবার রাজস্থান কংগ্রেসের ভারপ্রাপ্ত ইনচার্জ অবিনাশ পান্ডে জানান, দল চায় সচিনকে একটা সুযোগ দিতে। উনি আজকের বৈঠকে যোগ দিন।
4/5
রবিবার থেকে গোলমাল শুরু রাজস্থানে। উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলট একপ্রকার মুখ্যমন্ত্রী গেহলটের বিরুদ্ধে বিদ্রোহের ঝাড়া তুলে ধরেন। তাঁকে উপ মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হচ্ছে এমন অভিযোগ তুলে তিনি দৌড়ন দিল্লিতে। দাবি করেন তাঁর সঙ্গে ৩০ বিধায়ক রয়েছেন। এতেই চাপে পড়ে যায় হাইকমান্ড ও রাজ্যে কংগ্রেস। পরিস্থিতি সামাল দিতে সচিনের সঙ্গে দফায় দফায় কথা বলতে থাকেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আহমেদ প্যাটেল, পি চিদম্বরম ও কে সি বেণুগোপালের মতো নেতা। তাতেও বাগে আসেননি সচিন।
5/5
photos