১২ সেপ্টেম্বর চালু হচ্ছে ৮০টি স্পেশাল ট্রেন, বাংলায় ২টি

Sep 05, 2020, 18:30 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: আনলক-৪ পর্বে ১২ সেপ্টেম্বর থেকে ৪০ জোড়া (৮০টি) বিশেষ ট্রেন চালাতে চলেছে ভারতীয় রেল। 

2/5

পশ্চিমবঙ্গে বরাতে জুটেছে দুটি ট্রেন। তিরুচিরাপল্লি-হাওড়া ও ইন্দোর-হাওড়া।   

3/5

১০ সেপ্টেম্বর সংরক্ষণ প্রক্রিয়া শুরু হবে বলে জানান রেল বোর্ডের চেয়ারম্যান ভিকে যাদব। 

4/5

ভিকে যাদবের কথায়,''৮০টি বিশেষ ট্রেন শুরু হবে ১২ সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে রিজার্ভেশন।''

5/5

ইতিমধ্যেই ২৩০টি বিশেষ ট্রেন চালু রয়েছে। তার সঙ্গে এগুলি যুক্ত হল বলে জানিয়েছে রেল।