রেলে বাম্পার নিয়োগ, কীভাবে আবেদন? যোগ্যতাই বা কী?

Dec 28, 2018, 18:56 PM IST
1/8

কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? বাম্পার নিয়োগ করতে চলেছে রেল। গতবছর ১ কোটি ২৫ লক্ষ নিয়োগ করেছিল রেল। এবার ১৪ হাজারের বেশি পদে নিয়োগ করা হচ্ছে।

2/8

দেশজুড়ে ২১টি রেলবোর্ডের মাধ্যমে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। ১৩,০৩৪টি জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। 

3/8

তথ্যপ্রযুক্তির জুনিয়র ইঞ্জিনিয়ার ছাড়া ৪৯জনকে নিয়োগ করা হবে। ডিপো মেটারিয়াল সুপারইনন্টেডেট পদে ৪৫৬ জন আবেদন করতে পারবেন। 

4/8

২ জানুয়ারি থেকে অনলাইনে শুরু হবে আবেদনপ্রক্রিয়া। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। 

5/8

আবেদনের জন্য ন্যূনতম বয়স ১৮। সর্বোচ্চ ৩৩ বছর। ২০১৯ সালে ১ জানুয়ারির ভিত্তিতে বছর গণনা করা হবে।   

6/8

অনলাইনে আবেদনমূল্য জমা দেওয়ার শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি। পোস্ট অফিস ও  এসবিআই চালানের শেষ তারিখ ৪ ফেব্রুয়ারি।  আবেদনের শেষ তারিখ ৭ ফেব্রুয়ারি।  

7/8

সাধারণ প্রার্থীদের আবেদন মূল্য ৪০০ টাকা। তপশিলী জাতি ও উপজাতির চাকরিপ্রার্থীদের টাকা লাগবে না।  

8/8

বলে রাখি, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে তিন বছর বাদে নিয়োগ করতে চলেছে রেল। ২০০৫ সালে ২০০০ জনকে নিয়োগ করা হয়েছিল।