যাদবপুরে রেল অবরোধ ধর্মঘটীদের, পুলিসি তৎপরতায় স্বাভাবিক পরিষেবা

Nov 26, 2020, 10:21 AM IST
1/5

বিক্ষোভের আঁচ যাদবপুরেও। সকালে বাম নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে মিছিল করেন সমর্থকরা। 

2/5

মিছিল স্টেশন রোড ধরে পৌঁছয় যাদপুর স্টেশনে। তারপর রেল লাইনে বসে পড়েন বিক্ষোভকারীরা।

3/5

বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ট্রেন আটকে দেওয়া হয়। 

4/5

স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। এরপর পুলিস এসে বিক্ষোভকারীদের হটানোর চেষ্টা করলে বচসা বাঁধে।

5/5

 তবে পরে পুলিসি তৎপরতায় লাইনের ওপর থেকে তুলে দেওয়া হয় বিক্ষোভকারীদের।