বিশ্বকাপে বিরাট কোহলির আসল অস্ত্র কারা, বলে দিলেন রাহুল দ্রাবিড়

May 18, 2019, 16:51 PM IST
1/5

কোহলির তিন অস্ত্র কারা, বললেন দ্রাবিড়

কোহলির তিন অস্ত্র কারা, বললেন দ্রাবিড়

বিশ্বকাপে দাপট হবে ব্যাটসম্যানদের। এমনটাই মনে করছেন প্রাক্তনরা। ইংল্যান্ড-ওয়েলসের পরিস্থিতি ব্যাটসম্যানদের সুবিধা পাইয়ে দেবে বলে জানিয়েছিলেন অনেক প্রাক্তন তারকা। এবার একই কথা বললেন রাহুল দ্রাবিড়। 

2/5

কোহলির তিন অস্ত্র কারা, বললেন দ্রাবিড়

কোহলির তিন অস্ত্র কারা, বললেন দ্রাবিড়

ইংল্যান্ড-পাকিস্তানের একদিনের সিরিজে রানের বন্যা বইছে। সেটাই যেন দ্রাবিড়দের যুক্তি সুপ্রতিষ্ঠিত করছে। তবে ভারতের ক্যাপ্টেন কোহলির কাছে বিপক্ষ ব্যাটসম্যানদের থামানোর মোক্ষম ওষুধ রয়েছে, দাবি দ্রাবিড়ের।

3/5

কোহলির তিন অস্ত্র কারা, বললেন দ্রাবিড়

কোহলির তিন অস্ত্র কারা, বললেন দ্রাবিড়

দ্রাবিড় বলছেন, ভারতীয় দলে একাধিক উইকেট টেকিং বোলার রয়েছে। গত বছর এ দলের সঙ্গে ইংল্যান্ড সফরে ছিলাম। তখনই আন্দাজ করেছিলাম, বিশ্বকাপ হাই স্কোরিং হবে। তাই প্রতিটা দলে উইকেট টেকিং বোলার খুব প্রয়োজন। 

4/5

কোহলির তিন অস্ত্র কারা, বললেন দ্রাবিড়

কোহলির তিন অস্ত্র কারা, বললেন দ্রাবিড়

দ্রাবিড় আরও বললেন, জসপ্রিত বুমরা, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহ্বলের মতো বোলার রয়েছে কোহলির হাতে। যে কোনও পরিস্থিতিতে এই তিনজন উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখে। 

5/5

কোহলির তিন অস্ত্র কারা, বললেন দ্রাবিড়

কোহলির তিন অস্ত্র কারা, বললেন দ্রাবিড়

কোহলি সম্পর্কে দ্রাবিড় বলে গেলেন, বিরাট নিজেকে একটা উচ্চতায় প্রতিষ্ঠা করেছে। ওয়ান-ডে ক্রিকেটে একটা সময় সচিন তেন্ডুলকরের রেকর্ড নিরাপদ বলে মনে হত। কিন্তু বিরাট আর সেসব রেকর্ড নিরাপদ রাখবে না বলে মনে হচ্ছে এখন।