নতুন বছরের আগেই খুলছে পুরীর জগন্নাথ মন্দির, জেনে নিন দিনক্ষণ

Dec 12, 2020, 21:34 PM IST
1/5

সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছর শুরু আগেই খুলছে পুরীর জগন্নাথ মন্দির।  শনিবার এমনটাই জানিয়েছে মন্দির পরিচালন কমিটি।  

2/5

করোনা সংক্রমণের কথা মাথায় রেখে নজিরবিহীনভাবে গত ৯ মাস দর্শনার্থীদের জন্য বন্ধ করা হয়েছিল পুরীর জগন্নাথ দেবের মন্দির। মন্দির ফের খোলা নিয়ে শনিবার একটি বৈঠকে বসে মন্দির পরিচালন কমিটি।

3/5

মন্দির খোলা নিয়ে কমিটির প্রধান কৃষ্ণ কুমার সংবাদমাধ্যমে বলেন, মানুষের ভাবাবেগের কথা ভেবে ফের মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে রাজ্য সরকারকে। সেখান থেকে চূড়ান্ত অনুমতি এলেই ১২ শতকের ওই মন্দির সাধারণের জন্য খুলে দেওয়া হবে।

4/5

বৈঠকে কী ঠিক হল, মন্দির খুলবে কবে? কৃষ্ণ কুমার বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ ডিসেম্বর সাধারণের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের গেট। সরকার এনিয়ে চূড়ান্ত অনুমতি দিল কীভাবে দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারবেন ও কখন খোলা হবে মন্দির তা জানিয়ে দেওয়া হবে।

5/5

কৃষ্ণ কুমার আরও জানিয়েছে, সরকারকে অনুরোধ করব, প্রাথমিকভাবে পুরীর মানুষজনকে প্রথমে দর্শন করতে দেওয়া হোক। কারণ এত কাছে থেকেও তাঁরা এতদিন জগন্নাথ দেবের দর্শন পাননি। তবে দর্শনার্থীদের চাপের কথা ভেবে আগামী ১ ও ২ জানুয়ারি মন্দির বন্ধ রাখা হবে। ৩ জানুয়ারি থেকে ফের খুলবে মন্দির।