পুজোয় হাসিনা সরকারের উপহার, পদ্মার ১২ টন ইলিশ ঢুকল বাংলায়

Sep 14, 2020, 21:22 PM IST
1/5

জানানো হয়েছিল আগেই সেই মতোই। বাংলাদেশ থেকে পুজোর উপহার হিসেবে বাংলায় ঢুকল পদ্মার ইলিশ। 

2/5

সোমবার সন্ধেতে প্রথম পর্যায়ে ১২ টন ইলিশ ঢুকলপেট্রাপোল বন্দর দিয়ে। 

3/5

২০১২ সালে পশ্চিমবঙ্গে ইলিশ রফতানির ওপরে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। তবে এবার রাজ্যে ইলিশ রফতানির জন্য বিশেষ অনুমতি দিল হাসিনা সরকার।    

4/5

সারা বছর পদ্মার ইলিশের জন্য মুখিয়ে থাকে পশ্চিমবঙ্গের বাঙালি। স্বাদে ও ওজনে দুটোই এপারের বাঙালিকে বরাবর টানে পদ্মার ইলিশ।   

5/5

আগের বছর শেষ এসেছিল ইলিশ। দীর্ঘ এক বছর পর ইলিশ আসল বলে জানালেন আমদানিকারিরা।  কাজেই পদ্মার ইলিশে সেই সাধ পূরণ হবে বলেই আশা ভোজন রসিক বাঙালির