67th Filmfare Award : রেড কার্পেট মাত করলেন নতুন জুটি মিমি-প্রসেনজিৎ

 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২২।  সেই মঞ্চেই বাংলার তরফে প্রতিনিধিত্ব করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী।

Aug 31, 2022, 20:05 PM IST

মঙ্গলবার মুম্বইয়ে এক ছাদের তলায় বসেছিল বলি তারকার হাট। অনুষ্ঠিত হল ৬৭ তম উলফ৭৭৭ নিউজ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২২। ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, কৃতি স্যানন, বিদ্যা বালান, তাপসী পান্নু, কিয়ারা আডবানী, করণ জোহর, মালাইকা আরোরা, বরুণ ধাওয়ান, কে না ছিলেন সেখানে। সেই মঞ্চেই বাংলার তরফে প্রতিনিধিত্ব করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী।

1/6

গ্ল্যামারাস লুকে মিমি

৬৭তম ফিল্মফেয়ারের রেড কার্পেটে গ্ল্যামারাস লুকে দেখা গেল তারকা সাংসদ মিমি চক্রবর্তীকে।

2/6

সোনালি গাউনে যাদবপুরের সাংসদ

ফিল্মফেয়ারের রেড গালিচায় মিরর ওয়ার্ক করা সোনালি রঙের গাউনের ঝলমলে লুকে দেখা গেল মিমিকে। 

3/6

টিমের সঙ্গে যাদবপুরের সাংসদ

ফিল্মফেয়ারের রেড কার্পেটে নিজের টিমের সঙ্গে যাদবপুরের সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী।

4/6

ফিল্মফেয়ারে প্রসেনজিৎ ও মিমি

ফিল্মফেয়ারের রেড কার্পেট মাত করলেন নতুন জুটি মিমি-প্রসেনজিৎ।

5/6

ভিকি কৌশল, অনু মালিকের সঙ্গে প্রসেনজিৎ

ফিল্মফেয়ার অনুষ্ঠানে ভিকি কৌশল, অনু মালিকের সঙ্গে এক ফ্রেমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

6/6

ফিল্মফেয়ারের ছবি পোস্ট প্রসেনজিতের

ফিল্মফেয়ারের রেড কার্পেটে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিটি পোস্ট করে অভিনেতা লিখেছেন গতকাল রাত ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান।