লকডাউনে ছোট্ট কৃষ্ণার কাছেই সাজুগুজুতে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া

May 06, 2020, 14:27 PM IST
1/8

লকডাউনে লস অ্যাঞ্জেলসে গৃহবন্দি প্রিয়াঙ্কার অনেকটা সময় কাটছে ছোট্ট কৃষ্ণাকে নিয়ে। সম্প্রতি, ছোট্ট কৃষ্ণাকে সাজিয়ে দিতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

2/8

প্রিয়াঙ্কাকে লিপস্টিক, আই লাইনার লাগিয়ে সাজিয়ে দিচ্ছেন ছোট্ট কৃষ্ণা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া নিজেই। 

3/8

ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ''মে মাসের প্রথম সোমবার, থিম হল সুন্দরী রাজকন্যা'', আমাকে সাজিয়েছে স্কাই কৃষ্ণা।

4/8

আবার কখনও ছোট্ট কৃষ্ণাকে নিয়ে মজা করে ওয়ার্ক আউট করতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। 

5/8

তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার ছোট্ট এই শিশুটির সঙ্গে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। 

6/8

তবে প্রিয়াঙ্কার সঙ্গে কৃষ্ণা নামে ছোট্ট এই শিশুটি কে?

7/8

এই ছোট্ট শিশুটি হল প্রিয়াঙ্কার স্টাইলিস্ট দিব্যা জ্যোতি ও নাইল সার্কিশিয়ান-এর মেয়ে নাম কৃষ্ণা স্কাই সার্কিশিয়ান।

8/8

এই ছবির ডানদিকে রয়েছেন প্রিয়াঙ্কা স্টাইলিস্ট দিব্যা জ্যোতি ও তাঁর স্বামী নাইল সার্কিশিয়ান এবং তাঁদের কন্যা কৃষ্ণা।