Parineeti Chopra| Priyanka Chopra: দিদি প্রিয়াঙ্কার তিলক থেকে রাঘবের ভালোবাসা, ঠিক যেন রূপকথা! বাগদানে চোখে জল পরিণীতির

Parineeti Chopra-Raghav Chadha Engagement Party: কিছুদিন আগেই দিল্লিতে আংটি বদল করেন পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডা। কপুরথালা হাউজে সেদিন ছিল তারকার হাট। পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে হাজির ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। সোমবার সেই বাগদান অনুষ্ঠানের কিছু অদেখা ছবি শেয়ার করলেন পরিণীতি চোপড়া।

| May 22, 2023, 15:16 PM IST
1/8

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৩ মে ছিল পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার আংটি বদল অনুষ্ঠান। আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্ককে মান্যতা দিলেন দুজনে।  

2/8

রাজনৈতিক নেতার প্রেমে পড়েছেন বলিউডের নায়িকা। তাই তাঁদের বাগদান অনুষ্ঠানে হাজির ছিলেন রাজনৈতিক জগতের ও বলিউডের তারকারা।  

3/8

অদেখা বেশ কিছু ছবি সোমবার পোস্ট করেন অভিনেত্রী পরিণীতি চোপড়া।  

4/8

পরিণীতির বাগদানে অংশগ্রহণ করতে সুদূর আমেরিকা থেকে এসেছিলেন পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। দিদির দায়িত্বও পালন করলেন। আশীর্বাদ করলেন হবু বর কনেকে।  

5/8

একটি ছবিতে দেখা যায়, রাঘবের কাঁধে মাথা রেখে কাঁদছেন পরিণীতি। তাঁর চোখের জল মুছিয়ে দিচ্ছেন রাঘব। আসলে সেই কান্না ছিল আনন্দের।  

6/8

পরিণীতি লেখেন, ‘যখন তুমি জানো, তুমি সেটা জানো। একসঙ্গে একটা ব্রেকফাস্টেই আমি বুঝেছিলাম, তুমিই সেই। পৃথিবীর সবচেয়ে সুন্দর, অসাধারণ মানুষ যারা শক্তি শান্ত, শান্তি এবং অনুপ্রেরণা। ওর সাপোর্ট, হাস্যরস, বন্ধুত্ব নিখাদ আনন্দ। ও আমার ঘর।’  

7/8

পরিণীতি লেখেন, ‘আমাদের এনগেজমেন্ট পার্টি যেন স্বপ্নের মতো করে কাটালাম। ভালোবাসা, হাসি, আবেগ, অনেক নাচানাচির মধ্যে দিয়ে কাটল স্বপটা। আমাদের কাছের মানুষদের জড়িয়ে ধরলাম, তাঁদের সঙ্গে উদযাপন করলাম। যেন বাঁধভাঙা আবেগ।’  

8/8

পরিণীতি লেখেন, ‘রূপকথার গল্পে আমি যেন তখন রাজকন্যা। আমি কল্পনা করতে পারি, কীভাবে সেই রূপকথার শুরু হল। এটা আমার কল্পনার থেকে বেশি সুন্দর ছিল।’