‘পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির জন্য মোদীকে বড়সড় মূল্য দিতে হতে পারে’
Sep 16, 2018, 17:45 PM IST
1/6
s 6
জ্বালানীর দাম বৃদ্ধি নিয়ে মোদী সরকারকে সতর্ক করলেন যোগগুরু রামদেব। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জন্য মোদীকে বড় মূল্য দিতে হবে বলে মন্তব্য করলেন রামদেব। এনডিটিভির এক অনুষ্ঠানে এসে তেলের দাম কম করা সহ একাধিক বিষয়েও তিনি মন্তব্য করেন। জেনে নিন কী বললেন তিনি-
2/6
S 5
সরকার আমাকে সুযোগ দিলে ও ট্যাক্সে ছাড় দিলে ৩০-৪০ টাকা লিটার পেট্রোল-ডিজেল দিতে পারি। পেট্রোল-ডিজেলকে জিএসটির আওতায় আনতে হবে। তবে তা ২৮ শতাংশ করলে হবে না।
photos
TRENDING NOW
3/6
S 4
জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তার জন্য মোদী সরকারকে বড় মূল্য দিতে হতে পারে। এখনই এনিয়ে তাঁর ব্যবস্থা নেওয়া উচিত।
4/6
S 3
মানুষ মোদীর সমালোচনা করছেন। এটা তাঁদের অধিকার। কিন্তু উনি অনেক ভালো কাজও করেছেন। স্বচ্ছ ভারত মিশন শুরু করেছেন, তাঁর আমলে বড় কোনও দুর্নীতি হয়নি। তবে হ্যাঁ, রাফাল চুক্তি নিয়ে এখন অনেক কথাই উঠছে।
5/6
S 2
যাঁরা গরুকে কোনও ধর্মীয় পশু হিসেবে দেখানোর চেষ্টা করছেন তারা ভুল করছেন। গরুর কোনও ধর্ম হয় না।
6/6
s 1
সমকামীদের মারধর করা উচিত এমন বলছি না। তবে এই মানসিকতা প্রকৃতি বিরুদ্ধ।