Bharat Ratna 2024: স্মরণে-সম্মানে ভারতরত্নদের সঙ্গে দ্রৌপদী...
Bharat Ratna Award: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার রাষ্ট্রপতি ভবনে পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্বকে ভারত রত্ন প্রদান করলেন। সেই তালিকায় আছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাও, কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথন, চৌধুরি চরণ সিং এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুর।
1/6
লালকৃষ্ণ আদবানী
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার রাষ্ট্রপতি ভবনে পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্বকে ভারত রত্ন প্রদান করলেন। সেই তালিকায় আছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাও, কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথন, চৌধুরি চরণ সিং এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুর। এই বছরের শুরুর দিকে প্রধানমন্ত্রী এই বিশিষ্ট ব্যক্তিদের নাম সুপারিশ করেছিলেন। এএনআই সংবাদ সংস্থা অনুসারে, রাষ্ট্রপতি মুর্মু রবিবার লালকৃষ্ণ আদবানীকে ভারতরত্ন প্রদান করবেন।
2/6
প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাও
photos
TRENDING NOW
3/6
কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথন
4/6
চৌধুরি চরণ সিং
5/6
চৌধুরি চরণ সিং
6/6
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুর
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুরের তরফে মরণোত্তর ভারতরত্ন সম্নান গ্রহণ করেন তাঁর ছেলে রামনাথ ঠাকুর। সম্মান গ্রহণ করার পর রামনাথ বলেন, 'আমি খুব খুশি। ভারত সরকার তাঁর কাজের স্বীকৃতি দিয়ে তাঁকে এই সম্মান দিয়েছে। দেশের পক্ষ থেকে, আমি প্রধানমন্ত্রী মোদীকে সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রদানের জন্য কৃতজ্ঞতা জানাই।'
photos