অকালে পাকছে চুল? কয়েক সপ্তাহতেই সাদা থেকে কালো করুন ঘরোয়া উপায়ে

Dec 29, 2020, 17:28 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: ভিটামিন-এ, ভিটামিন-বি, কপার, মিনারেল. জিঙ্ক ও আয়রনের অভাবে কম বয়সেই পেকে যায় চুল। আবার অনেকের বংশগত কারণেও চুলে পাক ধরে। তাই কম বয়স থেকেই হেয়ারডাই করার ইচ্ছা জেগে ওঠে। কিন্তু, অল্প বয়সে রাসায়নিক হেয়ারডাইয়ের উপর ভরসা করা একেবারে স্বাস্থ্যসম্মত নয়। এতে চুলের স্বাস্থ্য খারাপ হয়। তাই ১০০ শতাংশ শুদ্ধ প্রাকৃতিক উপায়ে সমস্যার সমাধান করুন।   

2/7

রান্নাঘরের উপাদান দিয়েই সমস্যার সমাধান হবে। সেটি হল আলু। অবাক হচ্ছেন? আলু রান্না করার সময় খোসা ছুলে, সেটি ফেলে না দিয়ে কাজে লাগান। আলুর খোসা দিয়ে প্রাকৃতিক উপায়ে তৈরি করুন ডাই। 

3/7

তৈরি করার আনুষাঙ্গিক উপাদান গুলি হল- ৫ থেকে ৬ টি আলুর খোসা নিন। সসপ্যান, ঝাঁঝরি পুরনো শ্যাম্পুর বোতল, চুল ডাই করার ব্রাশ, ময়েশ্চারাইজিং শ্যাম্পু ও কন্ডিশানার এবং তোয়ালে। 

4/7

পদ্ধতি- এবা সসপ্যানে আলুর খোসা গুলি দিন। তারপর দুই কাপ জল ঢালুন। আঁচ বাড়িয়ে রাখুন। ২০ থেকে ৩০ মিনিট ফুটতে দিন। এরপর নামিয়ে ঠান্ডা করুন। 

5/7

 এরপর খোসা গুলিকে তুলে, জলটিকে শ্যাম্পুর বোতলে ঢেলে নিন। 

6/7

ময়েশ্চারাইজিং শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ডাই টি চুলে দিন। এরপর তোয়ালে দিয়ে পেঁচিয়ে রাখুন। ১৫ মিনিট পর চুল থেকে তোয়ালে সরিয়ে, চুল শুকিয়ে নিন। এই ডাই এক সপ্তাহ ব্যবহার করলেই হাতেনাতে উপকার পাবেন। 

7/7

মনে রাখবেন, পাকা চুলের স্বাস্থ্য খারাপ হয়। তাই যদি কন্ডিশনার ব্যবহার করেন তা চুলের জন্য উপকারি।