দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে ভারতরত্ন গ্রহণের কথা জানালেন প্রণব
Jan 25, 2019, 21:46 PM IST
1/4
ভারতরত্ন পেতে চলেছেন বাংলার রত্ন প্রণব মুখোপাধ্যায়। প্রজাতন্ত্র দিবসের আগের দিন রাষ্ট্রপতি ভবন থেকে বিবৃতি দিয়ে, তিনজন ভারতরত্ন প্রাপকের নাম ঘোষণা করা হয়েছে। তার মধ্যে রয়েছে বঙ্গসন্তান প্রণব মুখোপাধ্যায়।
2/4
প্রণববাবুকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, ''প্রণব দা দারুণ রাজনীতিবিদ। কয়েকদশক ধরে দেশের জন্য নিঃস্বার্থ ও অক্লান্ত পরিশ্রম করেছেন প্রণব তিনি। তাঁর মতো জ্ঞান ও বুদ্ধিমত্তা খুব কম লোকেরই আছে। তাঁকে ভারতরত্ন দেওয়ায় আমি খুশি''।
photos
TRENDING NOW
3/4
প্রণব মুখোপাধ্যায় জানিয়েছেন, ''ভারতবাসীকে অত্যন্ত শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছে এই সম্মান গ্রহণ করছি। বারবার বলে এসেছি, দেশের মানুষকে যা দিয়েছে, তার চেয়ে বেশি পেয়েছি আমি''।
4/4
ইন্দিরা গান্ধীর অত্যন্ত আস্থাভাজন ছিলেন প্রণব মুখোপাধ্যায়। মাঝখানে মতান্তর হলেও আজীবন কংগ্রেসি রাজনীতি করে এসেছেন প্রণববাবু। বিদেশ, অর্থের মতো মন্ত্রক দক্ষতার সঙ্গে সামলেছেন প্রণব মুখোপাধ্যায়। বাংলার বীরভূমের কীর্ণাহারের সন্তান প্রণববাবু জাতীয় রাজনীতিতে মহীরূহ বললেও কম বলা হয়।