শুধু শ্রীদেবী নন, রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বলিউডের যে সেলেবদের

Feb 27, 2018, 14:26 PM IST
1/7

Popular celebs who had mysterious death11245645656456

শুধু শ্রীদেবী নন, রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বলিউডের যে সেলেবদের

দুবাইতে গিয়ে হৃদ যন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে শ্রীদেবীর না বাথটবের জলে ডুবে মৃত্যু হয়েছে, তা নিয়ে এখনও চর্চা শুরু হয়েছে

2/7

Popular celebs who had mysterious death11245645634556

শুধু শ্রীদেবী নন, রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বলিউডের যে সেলেবদের

২৫ বছর বয়সী জিয়া খা-কেও পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে অভিযোগ দায়ের করা হয়, জিয়া খানের খুনের মামলায় এই মুহূর্তে জামিনে রয়েছেন অভিনেতা সূরজ পাঞ্চলি  

3/7

Popular celebs who had mysterious death112456456345

শুধু শ্রীদেবী নন, রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বলিউডের যে সেলেবদের

'বালিকা বধূ' অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়েও এখনও ধোঁয়াসা রয়েছে, অন্তস্বত্তা অবস্থায় প্রত্যুষাকে তাঁর বয়ফ্রেন্ড রাহুল রাজ সিং খুন করেছেন বলেও অভিযোগ করা হয়  

4/7

Popular celebs who had mysterious death11245645656

শুধু শ্রীদেবী নন, রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বলিউডের যে সেলেবদের

বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী ছিলেন দিব্যা ভারতী। ১৯৯৩ সালে মাত্র ২৩ বছর বয়সে মৃত্যু হয় বলিউডের এই অভিনেত্রীর। মুম্বইয়ের তুলসি আবাসন থেকে নাকি পা পিছলে পড়েই মৃত্যু হয় দিব্যার, শোনা যায় এমন গুঞ্জন। কিন্তু, দিব্যার স্বামী সাজিদ নাদিয়াওয়ালাই নাকি দিব্যাকে পরিকল্পনা করে খুন করেছেন বলেও অভিযোগ করা হয় 

5/7

Popular celebs who had mysterious death112456456

শুধু শ্রীদেবী নন, রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বলিউডের যে সেলেবদের

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা গুরু দত্ত।  কিন্তু ১৯৬৪ সালের ১০ অক্টোবর আচমকাই মৃত্যু হয় গুরু দত্তের। মুম্বইয়ে ভাড়ার বাড়ি থেকে থেকে গুরু দত্তের মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা হয় ঘুমের ওষুধ।

6/7

Popular celebs who had mysterious death112456

শুধু শ্রীদেবী নন, রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বলিউডের যে সেলেবদের

বিজয়ালক্ষ্মী ভাদলাপাতের নামই হল সিল্ক স্মিতা। যাঁকে শুধু দক্ষিণী সিনেমা জগতেই নয়, বলিউডের অন্যতম 'সেক্স সাইরেন' বলা হত। ১৯৯৬ সালে আচমকাই আত্মহত্যা করেন সিল্ক স্মিতা। অত্যধিক মদ্যপান, একের পর এক সম্পর্কের টানাপোড়েনের জেরেই আত্মহত্যার পথ বেছে নেন সিল্ক স্মিতা। এমনই মনে করা হয় কিন্তু, তাঁর মৃত্যু এখনও রহস্যে মোড়া

7/7

Popular celebs who had mysterious death112

শুধু শ্রীদেবী নন, রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বলিউডের যে সেলেবদের

শোনা যায়, প্যারানয়েড কিত্জফ্রেনিয়াতে আক্রান্ত হয়ে নাকি মৃত্যু হয় পারভীন ববির। অত্যধিক মদ্যপানের জেরেই নাকি মিত্যু হয়েছিল পারভীন ববির, এমনও গুঞ্জন শুরু হয় বি টাউনে