প্রতারণার অভিযোগ! গৌতম গম্ভীরের নামে চার্জশিট জমা দিল পুলিস

Sep 29, 2019, 14:34 PM IST
1/5

গম্ভীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

গম্ভীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

২০১১ সালের ঘটনা। গাজিয়াবাদের ইন্দ্রপুরমে ফ্ল্যাট বুকিংয়ের জন্য একটি রিয়েল এস্টেট কোম্পানিকে কয়েক কোটি টাকা দিয়েছিলেন ৫০ জনের বেশি মানুষ। কিন্তু ২০১৯-এও তাঁরা ফ্ল্যাটের চাবি হাতে পাননি। রুদ্র বিল্ডওয়েল রিয়েলটি প্রাইভেট লিমিটেড এবং এইচ ইনফ্রাসিটি প্রাইভেট লিমিটেড নামের সেই রিয়েল এস্টেট সংস্থার ব্যান্ড আম্বাসাডর ও ডিরেক্টরদের একজন গৌতম গম্ভীর। 

2/5

গম্ভীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

গম্ভীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সেই রিয়াল এস্টেট কোম্পানির নামে প্রতারণার অভিযোগে মামলা করেছিলেন ক্রেতাদের অনেকে। এবার সেই মামলার জন্য জমা দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের নাম অন্তর্ভুক্ত করল পুলিস। 

3/5

গম্ভীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

গম্ভীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

 ২০১৩ সালের ৬ জুন বিল্ডিংয়ের অনুমোদিত প্ল্যান জমা দেওয়ার শেষ সীমা ছিল। কিন্তু সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ, তারা ২৩ জুনের পরও ফ্ল্যাট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লোকজনের থেকে টাকা তুলেছিল। জানা গিয়েছে, বিল্ডিং নির্মানের জন্য প্রস্তাবিত জমি নিয়েও আইনি জটিলতা ছিল। সেই কথাও ক্রেতাদের জানায়নি সংস্থাটি। 

4/5

গম্ভীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

গম্ভীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

গৌতম গম্ভীরকে সেই সময় ওই প্রোজেক্ট-এর জন্য প্রচার করতে দেখা যেত। তাঁকে সামনে রেখে প্রকল্পের জন্য টাকা তুলেছিল সংস্থা দুটি। তাই এমন অবস্থায় প্রতারণার দায় এড়াতে পারেন না গম্ভীর। 

5/5

গম্ভীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

গম্ভীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সেই প্রকল্পের অনুমোদন বাতিল হয়েছিল ২০১৫ সালে। বহু মানুষ প্রতারিত হয়েছিলেন। পুলিসের জমা দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে গম্ভীরের সঙ্গে প্রোমোটার মুকেশ খুরানা ও ববিতা খুরানার নামও রয়েছে।